ইকমার্স : আইফোন পেল বিউটি বুথের ক্রেতা
আইটি ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইন কসমেটিক প্ল্যাটফর্ম ‘বিউটি বুথ’ প্রযুক্তিনির্ভর গ্রাহক অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। ২০২১ সাল থেকে অরিজিনাল স্কিন কেয়ার ও কসমেটিক পণ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি ই-কমার্স জগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছে। বিউটি বুথের ওয়েবসাইট ও অ্যাপে ক্রেতারা কোরিয়ান, জাপানিজ, তুর্কি ও মালয়েশিয়ান প্রসাধনী কিনতে পারেন ঘরে বসেই, নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং স্মার্ট ডেলিভারি সিস্টেমের মাধ্যমে। রমজান উপলক্ষ্যে বিউটি বুথ চালু করে এক অভিনব র্যাফেল ড্র, যেখানে অনলাইন পণ্য কেনার মাধ্যমে ক্রেতারা অংশ নিতে পারেন পুরস্কার জয়ে। ডেটা অ্যানালিটিক্স ও স্বয়ংক্রিয় র্যাফেল মডিউলের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় প্রযুক্তি-ভিত্তিক স্বচ্ছ পদ্ধতিতে। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসাবে একজন পান আইফোন ১৬ প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার ও তৃতীয় পুরস্কার ডিজাইনার ব্যাগ।
