|
ফলো করুন |
|
|---|---|
ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এবার থেকে প্রিমিয়াম ব্যবহারকারীরা ৪কে মানের ভিডিও আপলোড করতে পারবেন। ১৬ মে এক্সের অফিশিয়াল অ্যাকাউন্টে এক ঘোষণায় জানানো হয়, ‘এক্সের ভিডিওতে অবশেষে ৪কে ধরা দিল।’ খবরটি প্রথমে প্রকাশ করে সোশ্যাল মিডিয়া টুডে।২০২৩ সালেই ‘এভরিথিং অ্যাপ’ বাস্তবায়নের অংশ হিসাবে ৪কে ভিডিও ফিচার চালুর পরিকল্পনা ছিল, তবে নানা প্রযুক্তিগত ও নীতিগত জটিলতায় তা পিছিয়ে যায়। অবশেষে দীর্ঘ পরীক্ষামূলক পর্ব শেষে এখন এক্সের সব প্রিমিয়াম গ্রাহক এ সুবিধা পাচ্ছেন। এ নতুন ফিচারের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটররা উন্নতমানের ভিডিও আপলোড করে আরও বেশি ভিউয়ার, ফলোয়ার এবং এনগেজমেন্ট পেতে সক্ষম হবেন। বিশেষ করে যারা ব্র্যান্ডিং, রিভিউ, নিউজ, বা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করেন, তাদের জন্য এটি একটি বড় সুবিধা হিসাবে আসছে। এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং এখন অনেকেই টিভি স্ক্রিনেও এক্স ভিডিও দেখছেন। এ ধারা ধরে রাখতে প্ল্যাটফর্মটি লাইভ-স্ট্রিমিং ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে, যা ভবিষ্যতে এক্সকে একটি পূর্ণাঙ্গ ভিডিও ব্রডকাস্ট প্ল্যাটফর্মে পরিণত করতে সহায়ক হবে। সামগ্রিকভাবে, এক্সের এই ৪কে ফিচার কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করল-যেখানে মান, দৃষ্টি আকর্ষণ এবং উপার্জনের সম্ভাবনা আরও বহুগুণে বাড়বে।
