|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ঈদ উপলক্ষ্যে প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য র্যাংগস ইমার্ট ও হিটাচি আয়োজন করেছে বিশেষ রেফ্রিজারেটর কার্নিভাল। ২৪ মে থেকে গুলশান-২ এর র্যাংগস ইমার্টে শুরু হওয়া এই আয়োজন চলবে ঈদ পর্যন্ত। কার্নিভালে হিটাচির আধুনিক, এনার্জি-সাশ্রয়ী ও স্মার্ট ফিচারসমৃদ্ধ রেফ্রিজারেটর থাকছে আকর্ষণীয় অফারে। হিটাচি ইলেকট্রনিক্স বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজিদা আকতার জানান, ‘স্মার্ট প্রযুক্তি ব্যবহারে হিটাচির রেফ্রিজারেটর শুধু খাদ্য সংরক্ষণেই নয়, বরং পরিবেশবান্ধব জীবনযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ র্যাংগস ইমার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, ‘আমরা সর্বদা আধুনিক প্রযুক্তিকে সহজলভ্য করতে কাজ করছি, যেন গ্রাহকরা পান সর্বোত্তম অভিজ্ঞতা।’ ফেয়ারে থাকছে বাই অ্যান্ড উইন অফারে এসি ও রেফ্রিজারেটর জেতার সুযোগ, ডিসকাউন্ট, ব্যাংক অফার ও ইজি এক্সচেঞ্জ সুবিধা। প্রযুক্তিকে ঘিরে এ আয়োজনে স্মার্ট লাইফস্টাইলের ছোঁয়া পাবেন ক্রেতারা, যেখানে ঈদ আনন্দের সঙ্গে মিলবে টেকনোলজির ছোঁয়া।
