Logo
Logo
×

আইটি বিশ্ব

টিপস অ্যান্ড ট্রিকস

ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে

Icon

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যেভাবে

প্রতীকী ছবি

ফেসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট দখলে নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে এ খবর জেনেছেন ফেসবুক ব্যবহারকারীরা। তাই অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পাসওয়ার্ড পরিবর্তন করা অত্যন্ত জরুরি বলছেন বিশেষজ্ঞরা।

ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে প্রথমে ফেসবুক ডটকমে গিয়ে ব্যবহারকারীকে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করতে হবে।

এরপর উপরের ডান পাশে থাকা অ্যারো আইকনে ক্লিক করতে ‘settings’ অপশনে গিয়ে পাশে থাকা ‘security and login’ অপশনে ক্লিক করলে নতুন একটি পেজ চালু হবে। সেখান থেকে ‘login’ এর নিচে থাকা ‘change password’ অপশনে ক্লিক করতে হবে। তাহলে পাসওয়ার্ড পরিবর্তনের অপশনটি দেখা যাবে। সেখান থেকে ‘current’ অপশনে বর্তমানে থাকা পাসওয়ার্ডটি দিয়ে ‘new’ অপশনে নতুন পাসওয়ার্ডটি দিতে হবে। ‘re-type new’ অপশনেও নতুন পাসওয়ার্ডটি আবার দিতে হবে। তারপর ‘save changes’ অপশনে ক্লিক করলেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। -আইটি ডেস্ক

ফেসবুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম