Logo
Logo
×

আইটি বিশ্ব

যা জানতে চান

সুপারনোভা বিস্ফোরণ কি জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলে?

Icon

তানভির হায়দার, মিরপুর, ঢাকা

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তারার বিস্ফোরণ বা সুপারনোভা পৃথিবীর জলবায়ুতে প্রভাব ফেলতে পারে। যখন কোনো বিশালাকার তারা ভয়ংকর মাত্রার বিস্ফোরণ ঘটায়, তখন সুপারনোভা থেকে প্রচুর পরিমাণে শক্তিশালী কণা ও বিকিরণ মহাকাশে ছড়িয়ে পড়ে। এসব কণা হাজার হাজার আলোকবর্ষ পেরিয়ে পৃথিবী পর্যন্ত পৌঁছাতে পারে। গবেষণায় দেখা গেছে, এ বিকিরণ পৃথিবীর ওজন স্তর ক্ষয় করতে পারে এবং বায়ুমণ্ডলে থাকা মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে দিতে পারে। এর ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর পৃষ্ঠে প্রবেশ করতে পারে, যা তাপমাত্রা কমিয়ে দেয় এবং জলবায়ুতে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে।

ফয়সাল আহমাদ, ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম