Logo
Logo
×

আইটি বিশ্ব

বিশ্বজুড়ে অরক্ষিত ৪০ হাজার সিকিউরিটি ক্যামেরা!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিরাপত্তার জন্য ঘর, অফিস বা হাসপাতালগুলোতে বসানো সিসিটিভি ক্যামেরাগুলোর অনেকগুলোই এখন নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান বিটসাইটের প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে ৪০ হাজারেরও বেশি ওয়েবক্যাম অনলাইনে উন্মুক্ত অবস্থায় রয়েছে। এসব ক্যামেরার বেশিরভাগেই নেই কোনো পাসওয়ার্ড বা প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা। শুধু যুক্তরাষ্ট্রেই অনলাইনে অরক্ষিত রয়েছে প্রায় ১৪ হাজার ক্যামেরা। এ দুর্বলতার সুযোগ নিচ্ছে হ্যাকাররা। বিভিন্ন স্পেশাল সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজেই এসব ক্যামেরার লাইভ ফিড দেখা সম্ভব। এমনকি ডার্ক ওয়েবেও চলছে এসব ক্যামেরার তথ্য কেনাবেচা। হাসপাতালে, এটিএম বুথ, টেলিকম খাত এবং অফিসে স্থাপিত এসব ডিভাইস অজান্তেই মালিকের গোপনীয়তা উন্মুক্ত করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অনেক ক্যামেরায় দুর্বল পাসওয়ার্ড বা পরিচিত ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে ক্যামেরার API উন্মুক্ত থাকে, ফলে নির্দিষ্ট ইউআরএল জানলেই দেখা সম্ভব ভিডিও ফিড। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি ক্যামেরার প্রাইভেসি সেটিংস আপডেট রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম