Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপলের চিপ ডিজাইনে এআই

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বরাবরই নিজস্ব পথ বেছে নেয় আর সিদ্ধান্ত একবার নিলে পেছনে ফিরেও তাকায় না। সেই পথচলায় এবার যুক্ত হচ্ছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। চিপ ডিজাইনের গতি বাড়াতে এবং উৎপাদনশীলতা বহুগুণে বাড়াতে জেনারেটিভ এআই ব্যবহারের চিন্তা করছে অ্যাপল। সম্প্রতি বেলজিয়ামে ‘ইমেক’ নামের একটি স্বাধীন সেমিকন্ডাক্টর গবেষণা প্রতিষ্ঠানের আয়োজনে অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব হার্ডওয়্যার টেকনোলজিস, জনি স্রোজি জানান, অ্যাপলের চিপ ডিজাইন যাত্রা শুধু প্রযুক্তিগত নয়, দৃষ্টিভঙ্গির দিক থেকেও বৈপ্লবিক। তিনি স্মরণ করিয়ে দেন, ২০১০ সালে আইফোনের প্রথম এ৪ চিপ থেকে শুরু করে সর্বশেষ ম্যাক ও ভিশন প্রো-তে ব্যবহৃত চিপগুলোর বিবর্তনের কথা। স্রোজির মতে, চিপ ডিজাইনের ক্ষেত্রে অগ্রসর প্রযুক্তি গ্রহণই সাফল্যের চাবিকাঠি। তাই ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস ও সিনোপসিসের মতো, ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলো যখন তাদের সিস্টেমে জেনারেটিভ এআই সংযোজন করছে, তখন অ্যাপলও সেই নতুন যুগে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। অ্যাপলের আরেকটি বৈশিষ্ট্য, সিদ্ধান্তে দৃঢ়তা। ২০২০ সালে ম্যাক কম্পিউটারকে ইন্টেলের চিপ থেকে নিজস্ব অ্যাপল সিলিকনে রূপান্তরের সময় কোনো ব্যাকআপ পরিকল্পনা রাখেনি প্রতিষ্ঠানটি। বিভক্ত লাইনআপ নয়, একটিই লক্ষ্য সম্পূর্ণ রূপান্তর। এ সাহসিকতা ও উদ্ভাবনের মনোভাবই অ্যাপলকে করে তুলেছে প্রযুক্তির পথপ্রদর্শক। এবার তারা এআইয়ের শক্তিকে কাজে লাগিয়ে চিপ ডিজাইনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম