বিপিও সামিট বাংলাদেশ ২০২৫
সেনা প্রাঙ্গণে উদ্ভাবনের মহাযজ্ঞ
সাইফ আহমাদ
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর সেনা প্রাঙ্গণে চলছে দেশের অন্যতম প্রযুক্তিভিত্তিক আয়োজন ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন যেন প্রযুক্তি, উদ্ভাবন ও কর্মসংস্থানের এক অনন্য সংমিশ্রণ। এবারের আসর শুরু হয়েছে ২১ জুন সকাল ১০টায় আর শেষ হবে রোববার সন্ধ্যা ৭টায়।
আয়োজনটি যৌথভাবে করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজনেস প্রমোশন কাউন্সিল। সম্মেলনের প্রতিপাদ্য-‘বিপিও ২.০ : রেভল্যুশন টু ইনোভেশন’, যা বাংলাদেশের বিপিও খাতকে বিশ্বমানের নতুন উচ্চতায় নেওয়ার ইঙ্গিত দেয়।
প্রবেশেই ইতিহাস
মেলার নিচতলার উদ্ভাবনী ও সেবা প্রদর্শনী হলের প্রবেশপথেই চমকে দিচ্ছে বাংলাদেশের ইতিহাসভিত্তিক অগমেন্টেড রিয়েলিটি (AR) অভিজ্ঞতা। আর বাম পাশে রয়েছে জুলাই অভ্যুত্থানের ওপর একটি ভার্চুয়াল রিয়েলিটি (VR) উপস্থাপনা, যা প্রযুক্তির মাধ্যমে ইতিহাসকে ছুঁয়ে দেখার দারুণ উদাহরণ।
টেকনোলজির মহাকাশ ছোঁয়া
বিপিও সামিট যেন ভবিষ্যতের প্রযুক্তির ল্যান্ডস্কেপ। স্টারলিংক এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা উপগ্রহভিত্তিক উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে দেখার সুযোগ পাচ্ছেন। নজর কেড়েছে একটি মিলিটারি ড্রোন এবং টেকনোর তৈরি রোবট কুকুর-যা দেখে মনে হবে যেন প্রযুক্তি সত্যিই মানুষের কাছে ভবিষ্যৎ এনে দিয়েছে।
ডুবোতলের ডেটা যুদ্ধ
একটি উদ্ভাবনী স্টার্টআপ ‘ডুবোটেক’ দেশের তিনটি এবং দুবাইয়ের একটি জাহাজ কোম্পানির সঙ্গে কাজ করছে আন্ডারওয়াটার ডেটা সংগ্রহে। তারা প্রদর্শন করছে টুনা সাবমেরিন ও বট প্রযুক্তি, যা মাছের পোনার বৃদ্ধি পর্যবেক্ষণে ব্যবহৃত হয়-এক কথায়, বিপিও-র সঙ্গে ব্লু-ইকোনমির যোগসূত্র!
প্রযুক্তির পণ্য ও প্ল্যাটফর্ম
দেশি-বিদেশি প্রায় ৩০টি বিপিও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। তারা তাদের পণ্য, সেবা এবং নতুন সল্যুশন প্রদর্শনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে নিজেদের সক্ষমতা তুলে ধরছে। এ যেন একটি আন্তর্জাতিক গ্রাহকসেবা ও অভিজ্ঞতা বিনিময়ের মহামঞ্চ।
চাকরির দরজা খুলছে
এ সামিটের অন্যতম আকর্ষণ জব ফেয়ার।
বিপিও খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সিভি গ্রহণ, সরাসরি নিয়োগ প্রক্রিয়া ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা হয়েছে।
জ্ঞান বিনিময়ের কেন্দ্রবিন্দু
সামিটে আয়োজিত হচ্ছে ৯টি আইটিইএস সেমিনার ও ওয়ার্কশপ। যেখানে অংশ নিচ্ছেন খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিপিও ক্রেতা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকরা। এ আয়োজন যেন দেশীয় প্রতিভাদের জন্য হয়ে উঠেছে একটি বিশ্বমানের লার্নিং হাব।
প্রতিনিধিত্বপূর্ণ উদ্বোধনী আয়োজন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক সম্পর্কবিষয়ক সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার আইসিটি দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি বিভাগের মহাপরিচালক মো. আবু সাঈদ, বাণিজ্য ও পররাষ্ট্র সচিব, বাক্কো সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে। সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
