ব্যবসার ডিজিটাল রূপান্তরে গুগল ক্লাউড
আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে ব্যবসায়িক পরিমণ্ডলে প্রযুক্তি এখন কেবল সহায়ক নয়, টিকে থাকার পূর্বশর্ত। এ বাস্তবতা সামনে রেখে গুগল ক্লাউড ও রেডিংটন লিমিটেড একসঙ্গে কাজ করছে দেশের ব্যবসাগুলোর ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে। রেডিংটনের মাধ্যমে গুগল ওয়ার্কস্পেস, ক্লাউড এআই ও ডেটা ক্লাউডের মতো সমাধান এখন সহজেই ব্যবহার করছে ব্যাংক, টেলিকম, রিটেইল ও ম্যানুফ্যাকচারিং খাত। এ টুলগুলো শুধু স্মার্ট অফিস ম্যানেজমেন্টেই নয়, বরং রিয়েল-টাইম বিশ্লেষণ, এআই-চালিত সিদ্ধান্ত এবং ডেটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেডিংটনের স্থানীয় প্রশিক্ষণ ও সহায়তা ব্যবসাগুলোকে প্রযুক্তি ব্যবহারে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। রেডিংটনের সিইও রামেশ নাটরাজনের ভাষায়, ‘এই অংশীদারত্ব বিশ্বমানের প্রযুক্তিকে বাংলাদেশের ব্যবসার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
