Logo
Logo
×

আইটি বিশ্ব

ব্যবসার ডিজিটাল রূপান্তরে গুগল ক্লাউড

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে ব্যবসায়িক পরিমণ্ডলে প্রযুক্তি এখন কেবল সহায়ক নয়, টিকে থাকার পূর্বশর্ত। এ বাস্তবতা সামনে রেখে গুগল ক্লাউড ও রেডিংটন লিমিটেড একসঙ্গে কাজ করছে দেশের ব্যবসাগুলোর ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে। রেডিংটনের মাধ্যমে গুগল ওয়ার্কস্পেস, ক্লাউড এআই ও ডেটা ক্লাউডের মতো সমাধান এখন সহজেই ব্যবহার করছে ব্যাংক, টেলিকম, রিটেইল ও ম্যানুফ্যাকচারিং খাত। এ টুলগুলো শুধু স্মার্ট অফিস ম্যানেজমেন্টেই নয়, বরং রিয়েল-টাইম বিশ্লেষণ, এআই-চালিত সিদ্ধান্ত এবং ডেটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেডিংটনের স্থানীয় প্রশিক্ষণ ও সহায়তা ব্যবসাগুলোকে প্রযুক্তি ব্যবহারে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। রেডিংটনের সিইও রামেশ নাটরাজনের ভাষায়, ‘এই অংশীদারত্ব বিশ্বমানের প্রযুক্তিকে বাংলাদেশের ব্যবসার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের পথে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম