Logo
Logo
×

আইটি বিশ্ব

গুগল পে’র পর আসছে পে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে। ২৩ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গুগল, ভিসা ও মাস্টারকার্ডের শীর্ষ কর্মকর্তারা, যা ইঙ্গিত দেয় বাংলাদেশের ফিনটেক খাতে বৈশ্বিক আগ্রহ ক্রমেই বাড়ছে। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, এবার তারা অ্যাপল পে চালুর উদ্যোগ নিচ্ছেন। শুধু তা-ই নয়, তিনি আশা প্রকাশ করেন, খুব শিগ্গির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেও এ ধরনের প্রযুক্তি যুক্ত হবে, যা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। মার্কিন দূতাবাসের বাণিজ্য বিভাগের প্রতিনিধি জন ফে বলেন, গুগল পে’র মতো প্রযুক্তি আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে এবং দুর্নীতি রোধেও অবদান রাখবে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বৈশ্বিক ফিনটেক সেবা বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক মানে দেশি গ্রাহকদের অভিজ্ঞতা পৌঁছে দেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম