Logo
Logo
×

আইটি বিশ্ব

টিয়ার-৪ ডেটা হোস্টিং এক্সেনটেকে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের প্রথম স্থানীয়ভাবে হোস্টকৃত এন্টারপ্রাইজ ক্লাউড সেবা চালু করল রবি আজিয়াটার সহযোগী প্রতিষ্ঠান এক্সেনটেক পিএলসি। ‘এক্সেনটেক ক্লাউড’ নামের এই প্ল্যাটফর্মটির মাধ্যমে দেশেই টিয়ার-৪ মানের নিরাপদ ডেটা হোস্টিং সেবা পাওয়া যাবে, যা তথ্য সুরক্ষার পাশাপাশি দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। ২৩ জুন ঢাকার তেজগাঁওয়ে রবি প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস মিটে সেবাটির উদ্বোধন করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তিতে দ্রুততার চেয়ে প্রভাবক ভূমিকা পালনে খাতসংশ্লিষ্টদের জোর দিতে হবে। ফুল সিকিউরিটি নিশ্চিত না হলে ক্লাউড সেবা পুরোপুরি সফল হবে না’।

তিনি আরও জানান, আগস্টের মধ্যেই দুটি অধ্যাদেশ পাস হতে যাচ্ছে এবং নতুন এআই নীতিমালায় যুক্ত হচ্ছে নীতিবোধের দিক। সরকারি ডেটা ব্যবস্থাপনাতেও এক্সেনটেক ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এক্সেনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসাইন নোবেল জানান, বহু বছর ধরে বাংলাদেশি এন্টারপ্রাইজগুলো বিদেশি ক্লাউড প্ল্যাটফর্মের ওপর নির্ভর করেছে। ‘তবে এখন থেকে তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণ, কম খরচ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারবে দেশীয়ভাবে নির্মিত এ প্ল্যাটফর্ম,’। যশোরে টিয়ার-৪ ডেটা সেন্টার এবং ভুলতায় ব্যাকআপ হোস্টিং সুবিধাযুক্ত এক্সেনটেক ক্লাউডের মাধ্যমে দেশের ব্যাংক, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, এমনকি কুটিরশিল্প প্রতিষ্ঠানগুলোও নিরাপদে তথ্য সংরক্ষণ করতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম