বাজারে নতুন
সিটিজেনের নতুন পস ও লেবেল প্রিন্টার
আইটি ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড সিটিজেনের পস ও লেবেল প্রিন্টার দুটি মডেল এসেছে বাংলাদেশে। সিটি-ডি১৫০ ও সিএলই-৩২১-স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারজাত করছে। সিটি-ডি১৫০ হলো দ্রুতগতির থারমাল পস প্রিন্টার, যা প্রতি সেকেন্ডে ২৫০ মিমি প্রিন্ট করতে সক্ষম। এতে সহজ পেপার লোডিং, অটো-কাটার, পাওয়ার সেভিং মোড ও কম শব্দে কাজ করার সুবিধা রয়েছে। উইন্ডোজ, লিনাক্স ও এন্ড্রয়েডসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, সিএলই-৩২১ হলো উচ্চ গুণগতমানের বারকোড লেবেল প্রিন্টার, যা ২০০ মিমি/সেকেন্ড গতিতে প্রিন্ট করে। এটি বিভিন্ন ধরনের লেবেল ও মিডিয়া সাপোর্ট করে এবং বহুভাষিক ইমুলেশন প্রযুক্তি ব্যবহার করে সহজে বিদ্যমান সিস্টেমের সঙ্গে সংযুক্ত হয়। স্মার্ট টেকনোলজিসের এ দুই পণ্য ব্যবসায়িক ও স্বাস্থ্যখাতের জন্য কার্যকর সমাধান হিসাবে বাজারে নতুন মাত্রা যোগ করবে।
