Logo
Logo
×

আইটি বিশ্ব

চোখে চশমায় কেনাকাটার পেমেন্ট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কল্পনার জগৎকে ছাপিয়ে বাস্তবেই এলো এমন প্রযুক্তি, যা বদলে দেবে কেনাকাটার অভিজ্ঞতা। অগমেন্টেড রিয়ালিটি (এআর) প্রযুক্তিনির্ভর স্মার্ট গ্লাসের মাধ্যমে প্রথমবারের মতো ই-ওয়ালেট পেমেন্ট সম্পন্ন করল চীনা প্রযুক্তি জায়ান্ট আলিপে+ ও স্মার্ট ডিভাইস নির্মাতা মেইজু।

সম্প্রতি হংকংয়ে আলিপে এইচকে এবং মেইজুর ‘স্টারভি স্ন্যাপ’ স্মার্ট গ্লাসের মাধ্যমে এ যুগান্তকারী লেনদেনটি সম্পন্ন হয়। প্রযুক্তিটি ব্যবহারকারীকে হাত না লাগিয়েই কিউআর কোড স্ক্যান কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে পেমেন্টের সুযোগ দেয়। গ্লাসটিতে রয়েছে ইনবিল্ট ক্যামেরা ও নয়েজ ক্যানসেলিং মাইক্রোফোন, যা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত। ফলে ব্যবহারকারী শুধু দোকানে গিয়ে চোখের সামনের কিউআর কোডে তাকিয়েই পেমেন্টের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

স্টারভি স্ন্যাপ স্মার্ট গ্লাসকে শুধু ফ্যাশনের অংশ নয়, বরং একটি পরিধানযোগ্য ফিনটেক ডিভাইস হিসাবে তৈরি করা হয়েছে। এটি ব্যবহারকারীদের আরো নিরাপদ ও দ্রুত পেমেন্ট অভিজ্ঞতা দেবে, যেখানে মোবাইল বের করতেও সময় লাগবে না। এ উদ্ভাবনের মাধ্যমে আলিপে+ ভবিষ্যতের ‘হ্যান্ডস-ফ্রি পেমেন্ট’ বাস্তবায়নের দিকে বড় এক ধাপ এগিয়ে গেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের পর এ প্রযুক্তি বৈশ্বিকভাবে চালু করা হতে পারে। চোখে স্মার্ট গ্লাস পরে যদি রেস্টুরেন্টের বিল কিংবা মেট্রোর টিকিট কেটে ফেলা যায়, তবে সেই ভবিষ্যৎ খুব একটা দূরে নয়। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন এ প্রযুক্তি আমাদের হাতেও পৌঁছে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম