Logo
Logo
×

আইটি বিশ্ব

পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া

আসছে ‘যাবো কোথায়’ অ্যাপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসছে ‘যাবো কোথায়’ অ্যাপ

ছবি: সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওয়াটারএইড বাংলাদেশের সহায়তায় মহাখালী বাস টার্মিনালের ভেতরে নারীদের জন্য চালু হচ্ছে প্রথম প্রযুক্তিসম্পন্ন ‘পিংক টয়লেট’।

এতে থাকবে সেন্সরযুক্ত অটোমেটিক কল, আধুনিক স্যানিটারি ব্যবস্থাপনা এবং বায়োলজিক্যাল সেপটিক ট্যাংক-যা জলবায়ুবান্ধব ও স্বল্প খরচে বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর। এর পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু হতে যাচ্ছে অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘যাবো কোথায়’, যা ব্যবহার করে নাগরিকরা সহজেই কাছাকাছি পাবলিক টয়লেটের অবস্থান, অবস্থা ও অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে পারবেন।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, স্মার্ট সিটি বাস্তবায়নে পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় আইওটি প্রযুক্তি, সেন্সর বেসড ডিভাইস এবং মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহারের দিকে জোর দেওয়া হচ্ছে। প্রযুক্তি একীকরণের অংশ হিসাবে ইতোমধ্যে গুলশান, লাউতলা ও খিলক্ষেত টয়লেটে বসানো হয়েছে বায়োলজিক্যাল সেপটিক ট্যাংক ও স্বয়ংক্রিয় কল।

২০১৭ সালে ওয়াটারএইড ও প্রেনিউর ল্যাবের তৈরি ‘Public Toilet Bangladesh’ অ্যাপটি আর চালু নেই। একইভাবে ‘সবার ঢাকা’ অ্যাপও কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ফলে আপডেটেড ও স্মার্টফিচার সমৃদ্ধ ‘যাবো কোথায়’ অ্যাপটি এ ঘাটতি পূরণের নতুন প্রযুক্তিনির্ভর সমাধান হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিটরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম