হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট স্ক্যানার
আইটি ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হোয়াটসঅ্যাপ এবার যুক্ত করেছে নতুন একটি গুরুত্বপূর্ণ ফিচার,‘স্ক্যান ডকুমেন্ট’। এখন থেকে এ মেসেজিং অ্যাপে ক্যামেরা ব্যবহার করে সরাসরি নথিপত্র স্ক্যান করে পাঠানো যাবে, তাও আবার কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া। এ ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২৫.১৮.২৯ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।অ্যাটাচমেন্ট মেনুতে আগে ‘ব্রাউজ ডকুমেন্ট’ ও ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশন থাকলেও এবার যোগ হয়েছে ‘স্ক্যান ডকুমেন্ট’। এখানে ট্যাপ করলেই ফোনের ক্যামেরা খুলে যাবে এবং ব্যবহারকারী ফিজিক্যাল ডকুমেন্ট স্ক্যান করে তাৎক্ষণিকভাবে পিডিএফ আকারে পাঠাতে পারবেন। ফিচারটিতে রয়েছে দুটি মোড, ম্যানুয়াল ও অটো। ম্যানুয়ালে ব্যবহারকারী নিজেই শট নিতে পারবেন, আর অটো মোডে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্ট চিহ্নিত করে স্ক্যান করে ফেলবে। জরুরি সময়ে স্ক্যানার না থাকলেও এ ফিচারের মাধ্যমে সহজেই গুরুত্বপূর্ণ নথি পাঠানো সম্ভব হবে। এতে সময় বাঁচবে, বাড়বে কাজের গতি।
