পরামর্শ
বাইকের দীর্ঘস্থায়িত্ব রক্ষায় যত্ন-আত্তি
জাকির হোসেন সরকার
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিয়মিত যত্নে বাইকের আয়ু বাড়ান : কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ
অনেকেই কাজের ব্যস্ততায় বা ভ্রমণে বাইক দীর্ঘ সময় ফেলে রাখেন। কিন্তু নিয়মিত ব্যবহারের অভাবে বাইকের ব্যাটারি ও ইঞ্জিনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই সপ্তাহে অন্তত একবার বাইক স্টার্ট দিয়ে দুই-তিন মিনিট হাই পিকআপে চালানো ভালো। সম্ভব হলে অল্প দূরত্বে চালিয়ে আসাও উপকারী, এতে ব্যাটারি চার্জ হয় ও ইঞ্জিন সচল থাকে। সকালে প্রথমবার বাইক স্টার্ট দিতে কিক ব্যবহার করা উত্তম, এতে ব্যাটারির আয়ু বাড়ে। স্টার্ট দেওয়ার পরপরই বাইক চালানো উচিত নয়। এক থেকে দুই মিনিট মিডিয়াম পিকআপে রেখে তারপর চালানো উচিত, যাতে ইঞ্জিন ওয়েল পুরো ইঞ্জিনে ছড়িয়ে পড়ে এবং যন্ত্রাংশ ক্ষয় থেকে রক্ষা পায়। বাইক সরাসরি রোদে না রেখে সম্ভব হলে ছায়ায় বা কাভার দিয়ে ঢেকে রাখা ভালো। রোদের তাপে রং ফিকে হয়ে যেতে পারে ও সিট দ্রুত নষ্ট হয়। আবার বৃষ্টিতে চালিয়ে বাইক রেখে দিলে চেইন, বেয়ারিংসহ বিভিন্ন যন্ত্রাংশে মরিচা পড়ার আশঙ্কা থাকে। জ্বালানি ফিলিং স্টেশন থেকেই সংগ্রহ করা নিরাপদ। বাইরে থেকে নেওয়া লুজ জ্বালানি ময়লা থাকতে পারে, যা ইঞ্জিনে ক্ষতি করে। আর ইঞ্জিন ওয়েল নির্ধারিত সময় পর পর পরিবর্তন করতে হবে এবং বাইকের গ্রেড অনুযায়ী মানসম্পন্ন ওয়েল ব্যবহার করতে হবে।
