সব চাহিদার একক সমাধান ‘ওয়ান প্ল্যাটফর্ম’
আইটি ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
এক প্ল্যাটফর্মে সবকিছু, এটাই ‘ওয়ান’র মূল দর্শন। গ্রাহকদের জীবনকে সহজ, সুরক্ষিত ও আরও স্মার্ট করতে গ্রামীণফোন উন্মোচন করেছে নতুন এক ডিজিটাল ইকোসিস্টেম, যেখানে একত্রিত হয়েছে বিনোদন, গেমিং, নিরাপত্তা ও সংযোগ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা এখন উপভোগ করতে পারবেন ‘বায়োস্কোপ+’ যেখানে চরকি, হইচইসহ ১০টি শীর্ষ ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট পাওয়া যাবে একসঙ্গে। সাইবার নিরাপত্তার জন্য এসেছে ‘জিপি শিল্ড’, যা রক্ষা করবে ডিজিটাল ঝুঁকি থেকে। গেমারদের জন্য রয়েছে ‘ওয়ান গেমস’, যেখানে ৫ হাজারের বেশি অনলাইন গেম এক ক্লিকে হাতের মুঠোয়। শুধু বিনোদন নয়, ইন্টারনেট ও স্মার্ট লাইফস্টাইলের জন্য রয়েছে উন্নত ব্রডব্যান্ড (জিপিএফআই), নেটওয়ার্ক সল্যুশন ও আইওটি ভিত্তিক ‘আলো’। ওয়ান এক নতুন ডিজিটাল সহযাত্রী-যে জীবনের প্রতিটি ক্ষেত্রে দিচ্ছে দ্রুত, সুরক্ষিত ও ক্ষমতায়নমূলক অভিজ্ঞতা। এটি কোনো সাধারণ সংযোগ নয়; বরং ভবিষ্যতের জীবনের জন্য একটি পূর্ণাঙ্গ সমাধান।
