Logo
Logo
×

আইটি বিশ্ব

ঘরে বসেই হাইটেক হাইজিন

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টেকসই পারফরম্যান্স, আধুনিক ডিজাইন আর উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ট্রান্সকম ডিজিটাল ও হিটাচি যৌথভাবে নিয়ে এসেছে বাংলাদেশের বাজারে টপ লোড ওয়াশিং মেশিন ও স্মার্ট ডিশওয়াশার। ওয়াশিং মেশিনে রয়েছে ফাস্ট ওয়াশ, এয়ার জেট ড্রাই, অটো ব্যালেন্সিং ও ২৮ মিনিটের ডুয়াল ওয়াশ প্রোগ্রাম। অন্যদিকে, ১১টি আধুনিক ফিচারে সমৃদ্ধ ডিশওয়াশার দেয় হাইজিন কেয়ার টেকনোলজির মাধ্যমে ৯৯.৯৯% জীবাণু দূর করার নিশ্চয়তা। গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ‘ডাবল টাচ ও জেতার’ অফার, যেখানে উপহার হিসাবে পাওয়া যেতে পারে ১০০০টির বেশি গিফট, ভাউচার কিংবা থাইল্যান্ড/নেপাল ভ্রমণের সুযোগ। অফার চলবে ৩১ জুলাই পর্যন্ত। এই প্রযুক্তির মাধ্যমে হিটাচি ও ট্রান্সকম ডিজিটাল দেশের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নির্ভরতা, স্মার্টনেস ও ভবিষ্যতের ছোঁয়া।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম