Logo
Logo
×

আইটি বিশ্ব

জেমিনাই অ্যাপে ‘ইমেজ-টু-ভিডিও’ ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জেমিনাই অ্যাপে ‘ইমেজ-টু-ভিডিও’ ফিচার

ফাইল ছবি

এবার ছবি থেকেই ভিডিও বানানো যাবে গুগলের জেমিনাই অ্যাপে। ‘ইমেজ-টু-ভিডিও জেনারেটর’ নামে এ সুবিধা আনা হয়েছে কোম্পানির অত্যাধুনিক মডেল ‘ভিও ৩’-এর মাধ্যমে। শুরুতে ‘এআই আল্ট্রা’ ব্যবহারকারীদের জন্য সীমিতভাবে চালু করা হলেও এখন ফিচারটি ‘গুগল এআই প্রো’ সাবস্ক্রাইবারদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এতে ব্যবহারকারীরা ৭২০পি রেজ্যুলেশনের ৮ সেকেন্ডের ছোট ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন। জেমিনাই অ্যাপে এ ফিচার ব্যবহার করতে চাইলে প্রম্পট বারের ‘টুল’ অপশনে গিয়ে ‘ভিডিও’ নির্বাচন করতে হবে। এরপর ইমেজ ও নির্দেশনা অনুযায়ী অ্যাপটি ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে ভিডিও তৈরি করে দেবে। তবে মনে রাখতে হবে, এ ভিডিওগুলো এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের জন্য যথেষ্ট পরিণত নয়। টিকটকের ‘এআই অ্যালাইভ’ ফিচারের মতো উন্নত না হলেও ‘ভিও ৩’ এখন পর্যন্ত একমাত্র মডেল, যা ভিডিওর সঙ্গে অডিওও সিঙ্ক করতে পারে। গুগলের ‘এআই ফিল্ম’ অ্যাপ ‘ফ্লো’-তেও একই ফিচার যুক্ত হয়েছে। বিশ্বের ৭৫টি দেশে ফিচারটি উন্মুক্ত হয়েছে, যা এবার ওয়েবেও কাজ করছে। ব্যবহার করতে চাইলে ‘এআই প্রো’-তে প্রতি মাসে ২০ ডলার ও ‘এআই আল্ট্রা’ সাবস্ক্রিপশনে মাসে গুনতে হবে ২৫০ ডলার। চলতি সপ্তাহের শেষ নাগাদ মোবাইল ব্যবহারকারীরাও ফিচারটি উপভোগ করতে পারবেন বলে আশা গুগলের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম