|
ফলো করুন |
|
|---|---|
মাথার ওপর ছিল আমার আব্বার ছাতা, কী কোমল
ছায়া, আমি হেঁটে দৌড়ে চারদিক হাঁটতাম,
শৈশব-কৈশোর, এমন কি চাকরিজীবন ঘিরে বহু দিন
সেই ছাতা নিশ্চিন্তে ছড়াত অলৌকিক মায়া।
আমি নিরাপদ দিন সাথে নিয়ে প্রতিদিন
ঘরে ফিরে আসতাম।
কোনো ক্লান্তি আমাকে মোটেও ছুঁতে পারত না,
আমার গন্তব্য বরাবর বয়ে যেত
বুড়িগঙ্গা থেকে উঠে আসা মিষ্টি কোমল বাতাস।
একদিন দেখি, মাথার ওপর থেকে
আমার আব্বার সেই ছাতা
মেঘ হয়ে ভেসে দূরে,
দৃষ্টির বাইরে হঠাৎ হারিয়ে গেল!
আর ঠিক সে সময়,
বিশাল আকাশ ভেঙে
নেমে এলো মুশল ধারায় বৃষ্টি, আমি ভিজে একাকার!
