Logo
Logo
×

যুগান্তরের বিশেষ আয়োজন

আজ বিশ্ব মোটরসাইকেল দিবস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শহরের ব্যস্ত মোড়ে কিংবা গ্রামের ধুলো ওড়া রাস্তায়-মোটরসাইকেল যেন শুধু বাহন নয়, একান্ত ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক। আর ঠিক সেই চেতনাকে উদযাপন করতেই প্রতিবছর ২১ জুন পালিত হয় বিশ্ব মোটরসাইকেল দিবস। এ দিনটি মোটরসাইকেলচালকদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন এটি বাইক চালানোর প্রতি ভালোবাসা প্রকাশের সুযোগ এনে দেয়, তেমনই নিরাপদ রাইডিং, ট্রাফিক সচেতনতা এবং পরিবেশবান্ধব যাতায়াতের বার্তা ছড়িয়ে দেওয়ার উপলক্ষ্যও বটে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবস উদযাপন করে থাকে মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান, বাইকার ক্লাব এবং বিভিন্ন সংগঠন। ইয়ামাহা রাইডিং ক্লাব বাংলাদেশসহ একাধিক সংগঠন এ দিবসকে ঘিরে আয়োজনে থাকে সরব। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে-বাইক র‌্যালি, সচেতনতামূলক সেমিনার, নিরাপদ রাইডিং ওয়ার্কশপ, হেলমেট ও গিয়ার বিতরণ, কেক কাটা ও দাতব্য কার্যক্রম, অভিজ্ঞ রাইডারদের প্রতিযোগিতা ও সনদ প্রদান। এছাড়া ইয়ামাহাসহ বিভিন্ন ব্র্যান্ড এই দিবস উপলক্ষ্যে বিশেষ ছাড়, উপহার ও অফার ঘোষণা করে থাকে। প্রতিবারের মতো এবারও বিশ্ব মোটরসাইকেল দিবস উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ইয়ামাহা রাইডিং ক্লাব বাংলাদেশ (ওয়াইআরসি)। দিবসটি ঘিরে শুধু উৎসব নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবেও একাধিক কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। ওয়াইআরসি-ঢাকার ওয়ারিয়র একেএম ইকবাল মাহমুদ মুন্না যুগান্তরকে বলেন, ‘বিশ্ব মোটরসাইকেল দিবস শুধু উদযাপনের দিন নয়, এটি দায়িত্ববান বাইকিংয়ের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। আমরা চাই, আমাদের রাইডাররা সড়কে আরও সচেতন ও দায়িত্বশীল হোক।’ তিনি জানান, এবারের কর্মসূচির অংশ হিসাবে শিশু আরোহীদের জন্য বিশেষভাবে ‘বেবি হেলমেট’ বিতরণ করা হবে। ‘সড়কে প্রায়ই দেখা যায়, অভিভাবকরা হেলমেট পরলেও তাদের সঙ্গে থাকা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করছেন না। আমরা সেই সচেতনতা তৈরি করতেই শিশুদের হেলমেট বিতরণ করব,’ বলেন তিনি। এছাড়াও নিরাপদ রাইডিং সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ এবং কেক কাটার আয়োজনও থাকছে কর্মসূচিতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম