Logo
Logo
×

জুলাই বর্ষপূর্তি

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ২টা ১৭ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণ থেকে আগুন বৈদ্যুতিক তারে ছড়ায়। এর পর পরই চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করেন। আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের কারও অবস্থা গুরুতর নয় জানিয়ে বিকাল সাড়ে ৪টায় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান যুগান্তরকে বলেন, আমরা তাদের প্রাথমিক চিকিসা দিয়ে ছেড়ে দিয়েছি। আহতরা হলেন-মাজহারুল ইসলাম (২৭), বিল্লাল (৪৫), ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), শরীফ (৩২), পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মিশু (২৩) ও মিনহাজ (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চের সামনে থাকা সাধারণ মানুষকে ওড়ানোর জন্য কিছু বেলুন দেওয়া হয়। গ্যাস বেলুনের প্রতীকী হেলিকপ্টার ওড়ায় ছাত্র-জনতা। এ সময় কয়েকটি হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং বেলুনের রাবারের টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সরাসরি আগুনে পুড়ে আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম