অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা আয়োজন করে থাকে বাংলা একাডেমি। কিন্তু ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে আগামী বইমেলার সময়সূচিতে পরিবর্তন এসেছে। এ বছরের ১৭ ডিসেম্বর থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে। বৃহস্পতিবার বইমেলার তারিখ নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক সভায় নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এতে আরও বলা হয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানের সভাপতিত্বে এ সভায় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির সচিব, পরিচালক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে করোনা মহামারির প্রকোপ শুরু হলে ২০২১ ও ২০২২ সালে অমর একুশে বইমেলা শুরু হয়েছিল মার্চে। তার আগে ১৯৮৩ সালে এইচএম এরশাদের সময় স্বৈরাচারবিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল।
