Logo
Logo
×

শেষ পাতা

সাত কলেজ ঘিরে ‘সংকট’

বিশ্ববিদ্যালয় চান না শিক্ষকরা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ববিদ্যালয় চান না শিক্ষকরা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষকরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন, এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের আন্দোলনে নামা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’; ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’; ‘শিক্ষা নিয়ে টালবাহনা, চলবে না চলবে না’; ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, তাদের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। সরকারের পদক্ষেপের বিপরীতে আন্দোলনে নেমে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করা শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ-সমাবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এখন এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। অধ্যাদেশ জারি হলেই এটি বিশ্ববিদ্যালয় হিসাবে স্বতন্ত্র কাঠামো পাবে। অথচ কিছু শিক্ষা ক্যাডার কর্মকর্তা উসকানি দিচ্ছে। তারা চাকরির আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায় নামছে। শিক্ষার্থীরা তাদের এ অপতৎপরতা রুখে দেবে। এর আগের দিন বুধবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বতন্ত্র কাঠামোয় নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তারা সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন। তবে এদিন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক স্তরের কিছু শিক্ষার্থী কলেজ অক্ষুণ্ন রাখার দাবিতে বিক্ষোভ করেছেন।

ঢাকার এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সরকারি সাত কলেজ হলো : ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে সাত কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম