বিশ্বে প্রথম
৫০ হাজার কোটি ডলারের মালিক ইলন মাস্ক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্পদ অর্জনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের এক নম্বর ধনী মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। ইতিহাসে এবারই প্রথম কোনো ব্যক্তির মোট সম্পদ আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল। বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি অনেক এগিয়ে আছেন।
ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানায়, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকালে প্রযুক্তি খাতের ধনকুবেরের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়। টেসলার পাশাপাশি মাস্কের অন্য সব উদ্যোগের মধ্যে রয়েছে-কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) স্টার্টআপ এক্সএআই ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর ভ্যালুয়েশনও গত কয়েক মাসে বেড়েছে।
ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুসারে-ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এলিসন অল্প সময়ের জন্য মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন। ক্লাউড অবকাঠামো ব্যবসা ও এআইসংক্রান্ত চুক্তিতে প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পূর্বাভাসের কারণে তাদের শেয়ারের এ মূল্যবৃদ্ধি ঘটেছিল।
ইলন মাস্কের বিপুল সম্পদের একটি বড় অংশই টেসলায় থাকা তার ১২ শতাংশের বেশি শেয়ারের সঙ্গে যুক্ত। এ বছর টেসলার শেয়ারদর ব্যাপকভাবে বেড়েছে। বুধবার নিউইয়র্কের পুঁজিবাজারে লেনদেন শেষে টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশের বেশি বাড়ে। এ নিয়ে চলতি বছর কোম্পানিটির শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বাড়ল। গত কয়েক মাসে মাস্ক রাজনীতি থেকে সরে এসে নিজের কোম্পানিগুলোতে বেশি মনোযোগী হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিনিয়োগকারীরা। এ সিদ্ধান্তের সুবাদে কোম্পানিগুলোর শেয়ারদর ক্রমেই বাড়ছে। গত মাসে টেসলার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রবিন ডেনহোম বলেছিলেন, হোয়াইট হাউসে কয়েক মাস থাকার পর ইলন মাস্ক এখন কোম্পানির ‘সম্মুখসারিতে ও একেবারে কেন্দ্রে’ ফিরে এসেছেন।
টেসলার বোর্ড জানায়, আগামী দশকে একগুচ্ছ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে মাস্ক ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি মূল্যের একটি বেতন প্যাকেজ পেতে পারেন। এ প্যাকেজ পেতে হলে তাকে টেসলার মূল্য আটগুণ বৃদ্ধি করা, ১০ লাখ এআই রোবট বিক্রি, আরও এক কোটি ২০ লাখ টেসলা গাড়ি বিক্রিসহ আরও বেশ কিছু লক্ষ্য পূরণ করতে হবে। গত মাসে মাস্ক ঘোষণা দেন-তিনি প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার কিনেছেন। যাকে কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রতি আস্থার প্রতীক হিসাবে দেখছেন।
