Logo
Logo
×

শেষ পাতা

১৩৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ গণতন্ত্র মঞ্চের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৩৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ গণতন্ত্র মঞ্চের

বাম ও প্রগতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট ‘গণতন্ত্র মঞ্চ’ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। এর অংশ হিসাবে প্রথম দফায় ১৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

জোটের সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম প্রার্থীদের নাম প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবুল, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় হাসনাত কাইয়ূম জানান, তারা ৩০০ আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রণয়ন করছেন। পাশাপাশি বৃহত্তর নির্বাচনি জোট গঠনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। মঞ্চের পরিধি বাড়লে প্রার্থী সংখ্যাতেও পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্র মঞ্চসহ যে কোনো নির্বাচনি জোট হতে পারে। এমনকি এই জোটের আরও বৃহত্তর জোটের সঙ্গে যোগাযোগ স্থাপিত হতে পারে। সেসব দিক বিবেচনা করে তিন ধরনের তালিকা তৈরি করছি। তারই অংশ হিসাবে আজকে ১৩৮ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করছি। বাকি আসনগুলো আমরা পরে ঘোষণা করব। আমাদের জোট যদি বৃহত্তর জোটে বিস্তৃত হয় তাহলে সমঝোতার ভিত্তিতে সেটা বাড়াব বা কমাব।

জোটের প্রার্থী তালিকায় শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন-নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (ঢাকা-৮), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬), ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু (জামালপুর-৫), জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সহসভাপতি তানিয়া রব (লক্ষ্মীপুর-৪), দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন (ফেনী-৩) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম (কিশোরগঞ্জ-৫)।

বুধবার রাতে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের বৈঠকে ১০৮ জনের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। পরে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সেটি বাড়িয়ে ১৩৮ আসনে নেওয়া হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় জোটগতভাবে প্রার্থী তালিকা তৈরির সিদ্ধান্ত হয়। ৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করার কথা জানানো হয়েছিল। মঞ্চের নেতারা জানান, জোটভুক্ত জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই ছয় দল আগে নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করে। পরে যাচাই-বাছাই শেষে তা সমন্বয় করে ১৩৮ আসনের তালিকা প্রণয়ন করা হয়।

জানা গেছে, বিএনপি সম্প্রতি যুগপৎ আন্দোলনের শরিক দল এবং জোটের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চায়। মিত্রদের তালিকা পাওয়ার পর দলটির প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। গণতন্ত্র মঞ্চও সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করেছে। আনুষ্ঠানিক ঘোষণার পর তালিকাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে জমা দেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম