Logo
Logo
×

শেষ পাতা

ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি কংগ্রেস সভাপতির

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতে আরএসএস নিষিদ্ধের দাবি কংগ্রেস সভাপতির

ভারতের কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ফাইল ছবি

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) নিষিদ্ধ করা উচিত বলে আবারও দাবি করেছেন ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের আরএসএসের কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন সরদার বল্লভভাই প্যাটেল। গত বছর বিজেপি সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেটি পুনরায় চালু করা উচিত। 

শুক্রবার দিল্লিত এক সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, আমার ব্যক্তিগত মত হলো আরএসএসকে নিষিদ্ধ করা উচিত। তিনি আরএসএসের আদর্শকে ‘বিষের’ সঙ্গে তুলনা করেন। 

খাড়গে বলেন, সরদার প্যাটেল বলেছিলেন, সরকারি চাকরিতে থাকাকালে আরএসএসের জন্য কাজ করা উচিত নয়। কংগ্রেস নেতা বলেন, তিনি সরকারি কর্মচারীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামীর কার্যক্রমে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। মোদি সরকার ২০২৪ সালের ৯ জুলাই সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। আমরা দাবি করছি, এই নিষেধাজ্ঞা আবার চালু করা হোক। 

তিনি বলেন, আরএসএস মহাত্মা গান্ধীর মৃত্যু উদযাপন করেছিল-এমন কথা সরদার প্যাটেল একটি চিঠিতে লিখেছিলেন। তিনি ১৯৪৮ সালে এই কট্টর হিন্দুবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দেন। 

খাড়গে আরও বলেন, প্যাটেলের কাছে পৌঁছানো প্রতিবেদনে দেখা যায়, আরএসএস ও হিন্দু মহাসভার মতাদর্শের কারণে দেশে যে পরিবেশ তৈরি হয়েছিল, সেটাই গান্ধীর হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল। বিজেপি অবশ্য কংগ্রেসের এই দাবির সমালোচনা করেছে। তারা বলেছে, কংগ্রেস এতদিন ধরে প্যাটেলের অবদানকে ‘উপেক্ষা’ করে এখন আরএসএসকে আক্রমণ করার জন্য তার নাম ব্যবহার করছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম