Logo
Logo
×

শেষ পাতা

দুই হাজার কোটি টাকা লোপাট

সালমান রহমান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৫ মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সালমান রহমান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৫ মামলা

সালমান এফ রহমান। ফাইল ছবি

প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার আসামি তালিকায় সালমান এফ রহমানের ভাই এএসএফ রহমানসহ বেক্সিমকো লিমিটেড সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। সোমবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সালমান এফ রহমানসহ অন্যদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। এর মধ্যে জনতা ব্যাংক থেকে এক হাজার ৯৩৯ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ার সালমান এফ রহমানসহ ৩৪ জনের নামে মামলার অনুমোদন করেছে কমিশন। তিনি আরও বলেন, দুদকের তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড কর্তৃক পাঁচ কোটি দুই লাখ ৫০ হাজার ৭৭২ মার্কিন ডলার, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড কর্তৃক ১৮ কোটি ১৮ লাখ তিন হাজার ৬৫৮ ডলার, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড কর্তৃক আট কোটি ৪০ লাখ ২৯ হাজার ৫৪৭ ডলার, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড কর্তৃক এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ ডলার এবং নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক চার কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৪৮২ ডলারসহ সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ ডলার বা (প্রতি ডলার ৯০ টাকা হারে) এক হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা জনতা ব্যাংক পিএলসির লোকাল অফিস হতে ঋণের নামে আত্মসাৎ মানি লন্ডারিংয়ের অপরাধ প্রমাণিত হয়েছে। ফলে কমিশন মোট ৩৪ জন আসামির বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা রুজুর অনুমোদন করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম