স্থায়ী কমিটিতে রিভিউ
সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা করা হয়েছে। এই আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এই সিদ্ধান্ত ইতোমধ্যে প্রার্থীকে জানানো হয়েছে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আরও কয়েকদিন পরে।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে ১০টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সীতাকুণ্ড আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়। এ কারণে বিক্ষোভে ফেটে পড়েন লায়ন আসলামের অনুসারী সাধারণ নেতাকর্মীরা। ওই রাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। প্রতিদিন নানা কর্মসূচি পালন করে। সর্বশেষ শুক্রবার সিটিগেট থেকে সীতাকুণ্ডের শেষ প্রান্ত পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন হয়। ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সীতাকুণ্ড আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই সিদ্ধান্ত আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আসলামের অনুসারীদের ‘আলহামদুলিল্লাহ’র ঝড় বয়ে যায়। জানা যায়, আসলাম চৌধুরী বিগত সরকারের আমলে ১১ বছর জেল খেটেছেন। সীতাকুণ্ডে ফ্যাসিস্ট সরকারবিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলার নেপথ্যে ছিলেন তিনি।
