দেশ হিসাবে ভালোবাসি বাংলাদেশকে: মমতা ব্যানার্জি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মমতা ব্যানার্জি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশকে আমি দেশ হিসাবে ভালোবাসি বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মতুয়াগড় হিসাবে পরিচিত বনগাঁয় তৃণমূল কংগ্রেসের এক সভায় তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কয়েক মাস পরেই হবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এর আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া (এসআইআর) নিয়ে উত্তপ্ত রাজ্যটির রাজনীতি। এমন পরিস্থিতিতে সভা করলেন মমতা।
সভায় মমতা ব্যানার্জি বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি? বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। তিনি বলেন, দেশ হিসাবে বাংলাদেশকে ভালোবাসি। কারণ আমাদের ভাষা এক। যারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কী করে বদলাবে?
মমতা আরও বলেন, আমাদের ভৌগোলিক বেড়া রয়েছে, রাজনৈতিক বেড়া রয়েছে, ঐতিহাসিক বেড়া রয়েছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগর, বনগাঁ, বর্ধমান, মালদহ, বাঁকুড়া, পুরুলিয়া যান-এদের সবার ভাষা আলাদা? কতরকম ভাষা।
বাংলাদেশের কথা উল্লেখ করে মমতা ব্যানার্জি বলেন, দেশবিভাগের সময় কেউ বাংলাদেশে চলে গেল, কেউ পাকিস্তানে, আবার কেউ ভারতেই থেকে গেল। এটা হচ্ছে আমাদের ইতিহাসের পাতা। কাজেই যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত, আজ ভাষাটা সে পরিবর্তন করবে কীভাবে? আমাদের ভাষা বাংলা ভাষা। লেখার ভাষা সবার এক। বলার ভাষা, উচ্চারণ আলাদা।
পশ্চিম বঙ্গের নাগরিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা ভয় পাবেন না। আমি পরিষ্কার বলতে আসছি, আপনারা এখানে যারা আসল ভোটার, আগে ২০২৪ সালে ভোট দিয়েছেন, নরেন্দ্র মোদি ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন কোন লিস্টে? ২৪-এর ভোটে। সেই লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো সরকারও বাতিল হয়ে যাওয়া উচিত। এতদিন এসআইআর করার সুযোগ পেল না, নির্বাচনের দুমাসের মধ্যে কাকে বাদ দেবে, কাকে বাদ দেবে না-এসব ফন্দি। আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফরম বিলি করতে হচ্ছে। এসআইআর করতে তিন বছর সময় লাগে। আমরা এসআইআর-এর বিরোধী নই। কিন্তু কেন দুমাসে করা হচ্ছে?
