Logo
Logo
×

শেষ পাতা

ত্রিশালে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

Icon

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রিশালে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ছবি: যুগান্তর

ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমি মাঠে বন্ধু মুনতাসির ফাহিমকে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন ওহেদুল ইসলাম অনিক নামে এক যুবক। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় চার মাস পূর্বে দেশে আসেন। ক্যাম্পাসে আগামী শনিবার ফাহিমের ফিরে যাওয়ার কথা ছিল। ২৫ ডিসেম্বর ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে নিয়তির খেলায় শেষ হয়ে গেল মেধাবী তরুণ মুনতাসির ফাহিমের বাবা মার রঙিন স্বপ্ন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চায়নিজ কুড়াল নিয়ে ওহেদুল ইসলাম অনিক থানায় হাজির হয়ে পুলিশকে বলছিল ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি’। এমন কথা শুনে পুলিশ অনিককে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ী ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে খুঁজতে থাকে মুনতাসির ফাহিমকে। এক পর্যায়ে নজরুল একাডেমি মাঠের পূর্ব পার্শ্বের পানির ট্যাংকির সঙ্গে ফাহিমের লাশ পাওয়া যায়। অনিক পৌর শহরের ৪নং ওয়ার্ডের জহিরুল মন্ডলের ছেলে। মুনতাসির ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, আমার ছেলে বিদেশে লেখাপড়া করে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ছুটিতে এসেছে। পূর্ব বিরোধের জেরে অনিক পরিকল্পিতভাবে ফাহিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অনিককে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় ত্রিশার থানায় ফাহিমের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, দীর্ঘদিন ধরে অনিক ও ফাহিমের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পূর্বশক্রতার জের ধরে রাতে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে অনিক চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম