বন্দর নিয়ে চুক্তি
যমুনা অভিমুখে মিছিলে লাঠিচার্জে আহত ১২
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দেওয়ার দাবিতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বাম দলগুলোর মিছিলে পুলিশের লাঠিচার্জ -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে করা চুক্তির প্রতিবাদে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাকরাইল মোড়ে তাদের আটকে দিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কয়েক দফা ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের লাঠিচার্জে অন্তত ১২ জন আহত হয়। এরপর বিক্ষোভকারীরা কাকরাইল মোড়ে বসে পড়লে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কাকরাইল মোড়ে দেওয়া বক্তব্যে বাম জোটের কয়েকজন নেতা বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রামসহ দেশের বন্দরগুলো সরকার ইজারা দিয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে। এর প্রতিবাদে তাদের কর্মসূচিতে পুলিশ বিনা কারণে হামলা করেছে। তারা বলেন, কোনোভাবেই দেশের বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না। অন্যথায় জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে রওয়ানা দেয় বাম গণতান্ত্রিক জোট। কাকরাইল মোড়ে এসে তাদের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা এ সময় ‘আমার দেশের মোহনা, বিদেশিদের দেব না’, ‘বাংলাদেশের প্রবেশদ্বার, বিদেশিদের হবে না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঢামেক হাসপাতালে সুমাইয়া শাহিনা (সহপাঠী ও সাংগঠনিক সম্পাদক, ইডেন কলেজ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার পথে কাকরাইল এলাকায় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়েছেন। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।
ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, বিক্ষোভকারীরা কাকরাইলে অল্প সময় অবস্থান করে বক্তব্য দিয়ে চলে যান। এজন্য প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
