Logo
Logo
×

শেষ পাতা

কুমিল্লা-২ আসন

নির্বাচনি এলাকার বাইরের প্রার্থী বিএনপির, স্তব্ধ ভোটাররা

Icon

কবির হোসেন, কুমিল্লা উত্তর

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনি এলাকার বাইরের প্রার্থী বিএনপির, স্তব্ধ ভোটাররা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। নির্বাচনি এলাকার বাইরে গিয়ে তাকে মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটাররা স্তব্ধ বলে জানা গেছে। অপরদিকে দলীয় মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় স্বস্তিতে রয়েছে জামায়াতে ইসলামী।

জানা যায়, সেলিম ভূঁইয়ার বাড়ি কুমিল্লা-১ আসনের মেঘনা উপজেলায় হওয়ায় হোমনা-তিতাসের জনগণ স্তব্ধ হয়ে পড়েছেন। তাদের দাবি ছিল, হোমনা অথবা তিতাস উপজেলার যে কাউকে কুমিল্লা-২ আসনে মনোনয়ন দেওয়া হোক। এখানে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা। এদের মধ্যে কাউকে বিএনপি মনোনয়ন না দেওয়ায় পালটে যাচ্ছে ভোটের হিসাব-নিকাশ। সেলিম ভূঁইয়ার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় কয়েকজন বলেন, দলের এমন সিদ্ধান্তে আমরা স্তব্ধ হয়ে গেছি। এটা আমরা মেনে নেব না। হোমনা-তিতাসের বাহিরের কাউকে আমরা অতীতে ভোট দিইনি, এখনো দেব না। স্বতন্ত্র প্রার্থী না থাকলে প্রয়োজনে জামায়াতে ইসলামীকে ভোট দেব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনি এলাকার কাউকে মনোনয়ন না দেওয়া বিএনপির ভুল সিদ্ধান্ত। মনোনয়নবঞ্চিত এমএ মতিন খান স্বতন্ত্র থেকে নির্বাচন করলে নির্বাচনের হিসাব-নিকাশ পালটে যাবে।

এদিকে জামায়াতে ইসলামী প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলটির নেতাকর্মীরা ধারাবাহিকভাবে জনসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় উঠান বৈঠক করছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, এই আসনের সীমানা ইস্যু নিয়ে হাইকোর্টে রিট করেছেন সেলিম ভূঁইয়া। চূড়ান্ত রায় ঘোষণা হলে আমরা নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করব। আমাদের গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত আছে।

বিএনপির মনোনয়নবঞ্চিত আজিজুর রহমান ফেসবুক লাইভে বলেন, আমি হোমনাবাসীর ভালোবাসায় শিক্ত, আমি মাঠ ছাড়ব না। নির্বাচন করব ইনশাআল্লাহ। প্রার্থীও পরিবর্তন হবে আশা করি। এমএ মতিন খান বলেন, আমি হোমনা-তিতাসের সন্তান। জনগণের কাছে ওয়াদাবদ্ধ আমি নির্বাচন করব। এখান থেকে পিছপা হওয়ার সুযোগ নেই। বিএনপি নেতা আক্তারুজ্জামান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। বিএনপি প্রার্থী সেলিম ভূঁইয়া বলেন, যারা দলীয় মনোনয়ন পাননি, তাদের একটু রাগ-অভিমান থাকবেই। হোমনা-তিতাস বিএনপি ঐক্যবদ্ধ আছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম