বিয়ানীবাজারে আইফোনের জন্য বন্ধুকে হত্যা
লোহাগাড়ায় গুলিতে শিবির নেতার বাবা নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইমন আহমদ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের বিয়ানীবাজারে আইফোনের জন্য এক যুবককে হত্যা করেছে তারই বন্ধু। নিখোঁজের তিন দিন পর বুধবার ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইমন আহমদ (২২)। তিনি কুড়ারবাজার ইউনিয়নের খশির নামনগর গ্রামের মুতলিব মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ তার বন্ধু আশরাফুল করিমকে আটক করেছে। তিনি একই গ্রামের আব্দুল করিম মনাইর ছেলে। একই দিন ভোরে চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় এক শিবির নেতার বাবা নুরুল ইসলাম। প্রতিনিধিদের পাঠানো খবর-
বিয়ানীবাজার (সিলেট) : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইমন আইফোন ব্যবহার করে ভিডিও তৈরি করতেন। ওই মোবাইল ফোনের প্রতি দুর্বলতা ছিল বন্ধু আশরাফুলের। তিন দিন ধরে নিখোঁজ ছিল ইমন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে আশরাফুলের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেওয়া তথ্যানুযায়ী, বুধবার সকালে উপজেলার শেওলা ইউনিয়নের শালেস্বর গ্রামের একটি ডোবা থেকে ইমনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, আইফোন ছিনতাই ও বিক্রিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে খোয়া যাওয়া মোবাইলটি এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে তদন্ত চলছে বলেও জানান তিনি।
লোহাগাড়া (চট্টগ্রাম) : দুর্বৃত্তের ছোড়া গুলিতে নুরুল ইসলাম নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। তিনি ইসলামী ছাত্রশিবির বড়হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম মাসুদের বাবা। বুধবার ভোর ৬টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার আলী আহমদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম গাড়ি নিয়ে আসার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি রাস্তার পাশে পড়ে যান। গুলির শব্দে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত জানান, নুরুল ইসলামের পিঠের বাম পাশে কয়েকটি স্থানে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
