বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়তে শুরু করেছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক ধারা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে বেসরকারি খাতে ঋণ প্রবাহে ছিল নেতিবাচক ধারা। তবে সেপ্টেম্বরে এসে এই ধারা ইতিবাচকমুখী হচ্ছে। অক্টোবরে ঋণ প্রবাহ আরও বেড়েছে। জুলাই-অক্টোবরে ঋণ প্রবাহ বেড়েছে দশমিক ৬৭ শতাংশ। তবে এ প্রবৃদ্ধি এখনো সর্বনিম্নে। গত অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ৯১ শতাংশ। রোববার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, মূলত আমদানি খাতে ঋণের জোগান বাড়ার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সামান্য বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঋণ প্রবাহ ছিল নেতিবাচক। ওই সময়ে ঋণ প্রবাহ কমেছিল দশমিক ০৩ শতাংশ। সেপ্টেম্বরে এসে ঋণ প্রবাহ সামান্য বাড়ে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ঋণ প্রবাহ বেড়ে দাঁড়ায় ৪৮ শতাংশ। গত অক্টোবরে আরও কিছুটা বৃদ্ধি পায়। ফলে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে আরও সামান্য বেড়ে দাঁড়ায় দশমকি ৬৭ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ঋণ প্রবাহে প্রবৃদ্ধি হয়েছিল দশমিক ৯১ শতাংশ।
তবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ গত অর্থবছরের তুলনায় বেশি বেড়েছে। গত অর্থবছরের জুলাই-অক্টোবরে ঋণ প্রবাহ বেড়েছিল দশমিক ৭৩ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে আমদানি খাতে ব্যয় বেড়েছে প্রায় সাড়ে ৫ শতাংশ। মূলত আমদানি খাতে অর্থায়ন বাড়ার কারণেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিছুটা বেড়েছে। কারণ আমদানি অর্থায়নের প্রায় ৯৫ শতাংশই যাচ্ছে বেসরকারি খাতে।
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে ভোগ্যপণ্য আমদানির এলসি খোলা বেড়েছে ১৩ শতাংশ। এদিকে শিল্প খাতের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে দীর্ঘ সময় ধরে নেতিবাচক পরিস্থিতি বিদ্যমান ছিল। এ খাতেও নেতিবাচক পরিস্থিতি কাটতে শুরু করেছে। আলোচ্য সময়ে আমদানি কমলেও এলসি খোলার হার বাড়ছে। গত জুলাই-অক্টোবরে শিল্পের যন্ত্রপাতি আমদানির এলসি বেড়েছে ২৭ দশমিক ৭৪ শতাংশ, কাঁচামাল আমদানির এলসি বেড়েছে ২ শতাংশ এবং শিল্পের মধ্যবর্তী কাঁচামাল আমদানির এলসি খোলা বেড়েছে সোয়া ২ শতাংশ।
এদিকে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানি আরও কমেছে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানির এলসি খোলা কমেছে ১৩ দশমিক ৮১ শতাংশ। আমদানি কমেছে ১ দশমিক ৮৭ শতাংশ।
