Logo
Logo
×

শেষ পাতা

নারায়ণগঞ্জ-৫ আসন

নির্বাচনে ফেরার ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচনে ফেরার ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন ও স্থানীয় ভোটারদের চাপের কারণে নির্বাচন না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। শুক্রবার নগরীর তল্লা এলাকায় পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটাল ঘেরাও করে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ করলে তিনি নির্বাচন করার ঘোষণা দেন।

এর আগে মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাসুদুজ্জামানকে আবারও নির্বাচনি মাঠে ফেরাতে আন্দোলনে নামেন। তারা মাসুদুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার বিকালে মহানগর বিএনপির এক আলোচনা সভায় সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির নেতাকর্মীরাও আপনার পরিবারের সদস্য। আপনার নিরাপত্তার অভাব হলে নেতাকর্মীরা আপনাকে পাহারা দেবে। আপনি সিদ্ধান্ত বদলে আবারও মাঠে ফিরে আসুন। খানপুরে মাসুদুজ্জামানের প্রধান নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভা থেকে শুক্রবার মাসুদুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন দলের নেতারা। শুক্রবার বিকালের সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আপনার নেতৃত্বে নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে। সেখানে আপনি নির্বাচন করবেন না এটা হতে পারে না। আপনার কোনো ভয় নেই আমরা লাখ লাখ নেতাকর্মী রয়েছি। নেতার পরিবার মানে তার কর্মী-সমর্থকরাও। ফলে আপনার পরিবার না চাইলেও আমরা চাই আপনি নির্বাচন করবেন। এরপর কয়েক হাজার নেতাকর্মী প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে নগরীর পশ্চিম তল্লা এলাকায় তার ফ্যাক্টরি ঘেরাও করে। একপর্যায়ে মাসুদুজ্জামান ফ্যাক্টরি থেকে বের হয়ে আসেন। তখন তাকে দেখে নেতাকর্মীরা সিদ্ধান্ত বদলানোর আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকেন।

মাসুদুজ্জামান এ সময় বক্তব্য রাখতে গিয়ে বলেন, যে ভালোবাসা আপনাদের মাধ্যমে আমি পেয়েছি, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবে, আমি সে সিদ্ধান্ত মেনে নেব। আমি বিএনপির মনোনয়ন পেয়েছি, নির্বাচনও করব ইনশাআল্লাহ। ১৬ ডিসেম্বর আমি নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলাম। এ ঘোষণার মাধ্যমে আমার দলের নেতাকর্মী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ ও সারা দেশের বিএনপি নেতাকর্মীরা আঘাতপ্রাপ্ত হওয়ায় আমি সবার কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।

তার এ ঘোষণায় সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। মাসুদুজ্জামান একসময় যুবদলের একটি ওয়ার্ড কমিটির নেতা থাকলেও পাঁচ আগস্টের পরে তিনি বিএনপিতে যোগ দেন এবং বিএনপির মনোনয়ন পান। তবে বিএনপিতে সরাসরি যুক্ত না থাকলেও পরোক্ষভাবে তিনি বিএনপি নেতাকর্মীদের সহায়তা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম