Logo
Logo
×

শেষ পাতা

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ সংবাদ সম্মেলন কাল

গণমাধ্যমের ওপর হামলা, ভাঙচুর, লুট ও আগুন দেওয়াসহ ‘মব ভায়োলেন্স’ ইস্যুতে যৌথ সংবাদ সম্মেলন ডেকেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ। আগামীকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

এ প্রসঙ্গে নোয়াব ও সম্পাদক পরিষদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গণতান্ত্রিক মূল্যবোধ ও বাংলাদেশ ধারাবাহিকভাবে ‘মব ভায়োলেন্স’-এ আক্রান্ত। বৃহস্পতিবার মব ভায়োলেন্স বা সংঘটিত সহিংসতার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুট ও আগুন দেওয়া হয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে শারীরিক হেনস্তা করা হয়েছে। এতে আরও বলা হয়, আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারের সময়ে সংগঠিত মব ভায়োলেন্সের সর্বশেষ এ বিধ্বংসী ঘটনা শুধু গণমাধ্যমের ওপর নয়-এটা সার্বিকভাবে আমাদের সমাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আক্রমণ। সর্বোপরি তা বাংলাদেশ রাষ্ট্রের ওপরই আক্রমণ। যা আমাদের অর্থনীতি, সম্পদ, সক্ষমতা ও স্বনির্ভরতাকে মারাত্মকভাবে শঙ্কিত ও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এসব শঙ্কা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম