বগুড়া-৬ ও ৭ আসন
খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এদিকে, ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া বিভিন্ন আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সম্পর্কে ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : রোববার দুপুর ২টার দিকে বগুড়া শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচন সমন্বয়ক ও সাবেক সংসদ-সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপরদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন উত্তোলনের সময় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে খালেদা জিয়া অংশ নেবেন। আমরা তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছি। লালু আরও বলেন, এ আসন থেকে খালেদা জিয়া টানা তিনবার নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে সবচেয়ে বেশি ভোট উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনের আগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুনছুরুল হক।
এদিকে, মনোনয়নপত্র উত্তোলন শেষে বাদশা বলেন, বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। তিনি আরও বলেন, বগুড়া সদর আসন থেকে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়া আমাদের জন্য গর্বের। তিনি আশা করেন, বগুড়াবাসী তাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন। একই দিন বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ফেনী : রোববার সন্ধ্যায় চেয়ারপারসনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে বিএনপির একটি প্রতিনিধিদল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পাঁচবার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম : দলীয় মনোনয়ন না পেলেও চট্টগ্রামের ভিআইপি আসন হিসাবে পরিচিত চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। চট্টগ্রামে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মোহাম্মদ মেহেদী হাসান।
নগর যুবদলের সাবেক সহযোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু যুগান্তরকে বলেন, এ আসনের সাধারণ নেতাকর্মী ও ভোটারদের চাওয়া শামসুল আলম নির্বাচন করুক। তারা এখনো আশাবাদী দলের চূড়ান্ত মনোনয়ন তার কাছেই আসবে।
রংপুর : রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশেন আংশিক) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তফা বলেন, আমরা পার্টির চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম প্রমুখ। এছাড়া, এ আসনে বিএনপি মনোনীত সামসুজ্জামান সামুর মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে।
কুমিল্লা : কুমিল্লা-৬ সদর আসনে স্বতন্ত্র সংসদ-সদস্য প্রার্থী হিসাবে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র মনিরুল হক সাক্কু মনোনয়নপত্র কিনেছেন। সাক্কুর পক্ষে মনোনয়ন গ্রহণ করেন কর্মী-সমর্থকরা। তার মনোনয়নপত্র গ্রহণকে নির্বাচনের সমীকরণ হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ নিয়ে নগরজুড়ে আলোচনা চলছে।
