Logo
Logo
×

শেষ পাতা

বঙ্গবন্ধু কারাগারে ছিলেন ৩৯৭৯ দিন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কারাগারেই কাটিয়েছেন প্রায় ৪ হাজার দিন। কেন্দ্রীয় কারাগার সূত্র গুরুত্বপূর্ণ এ তথ্যটি নিশ্চিত করেছে।

জানা যায়, বঙ্গবন্ধু ২৬ বার কারাবরণ করেন। বিভিন্ন কারাগারে তিনি জীবনের মূল্যবান ৩ হাজার ৯৭৯দিন কাটিয়েছেন, যা বছর হিসাব করলে প্রায় ১১ বছর। এর মধ্যে ১৯৬৪ ও ৬৫ সালের তথ্য এখনও পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এ দু’বছরের তথ্য পাওয়া গেলে বঙ্গবন্ধুর জেলজীবনের সময়সীমা আরও বাড়বে। দেশের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার ছাড়াও বঙ্গবন্ধু রাজশাহী, খুলনা, সিলেট, গোপালগঞ্জ ও ফরিদপুর কারাগারে অন্তরীণ ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম