বুড়িগঙ্গায় নৌকা ডুবে এক পরিবারের ৪ জনের মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার ব্যবসায়ী মতিউর রহমান (৫০), তার স্ত্রী রোজিনা বেগম (৪২), ছেলে আসিক হোসেন (৫) ও মতিউরের ভাবি মমতাজ বেগম (৪৮)।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে সদরঘাট নৌথানার ওসি আবদুর রাজ্জাক জানান, রাজধানীর গেণ্ডারিয়ায় এক আত্মীয়ের বাসা থেকে কেরানীগঞ্জের নিজবাড়িতে ফেরার জন্য রাত ১১টার দিকে লালকুঠি ঘাট থেকে খেয়া নৌকায় উঠেন মতিউর রহমান।
সঙ্গে ছিল স্ত্রী, সন্তান ও বড় ভাইয়ের স্ত্রী। নৌকাটি মাঝনদীতে পৌঁছলে সদরঘাট টার্মিনাল থেকে শরীয়তপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি মানিক-৩ নামে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। মাঝি সাঁতরে তীরে উঠতে পারলেও নৌকার ৪ যাত্রী পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক অভিযান চালিয়ে মমতাজ ও রোজিনার লাশ উদ্ধার করে। এরপর শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাট টার্মিনালের পাশ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় মতিউর রহমানের লাশ।
আর শিশু আসিক হোসেনের লাশ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সদরঘাট এলাকায় ভেসে উঠে। ওসি আরও জানান, চরকালীগঞ্জ এলাকায় মতিউর রহমানের তৈরি পোশাকের প্রতিষ্ঠান রয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান বলেন, স্বজনরা যোগাযোগ করেছেন। অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
