ডিবি পরিচয়ে ডাকাতি
ধামরাইয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
খবর শুনে হার্ট অ্যাটাকে ফুপুর মৃত্যু
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয়ে বাড়িঘর তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় তাদের ছুরিকাঘাতে মো. রমজান আলী রঞ্জন (২১) নামে এক কলেজছাত্র নিহত ও গৃহকর্তাসহ ৩ জন আহত হয়েছেন। এদিকে এ খবর শুনে হার্ট অ্যাটাকে মারা যান কলেজছাত্রের ফুপু রাবেয়া বেগম (৪৫)।
শুক্রবার রাতে ধামরাই উপজেলার বাগবাড়ি জালসা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে ধামরাই থানা পুলিশ কলেজছাত্রের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, রাত ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে ৭-৮ জন বাগবাড়ি জালসা গ্রামের মো. আবু সায়েদের বাড়িতে ঢোকে। এরপর তারা তল্লাশির নামে ঘরের সিন্ধুক ও আলমারির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করতে থাকে। এ সময় কলেজছাত্র রঞ্জন ও তার বাবা বাধা দিলে ডাকাতরা কলেজছাত্রকে ছুরিকাঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ডাকাতরা বাড়ির অন্যদেরও বেধড়ক মারধর করে। এতে আহত হন গৃহকর্তা মো. আবু সায়েদ মিয়া ও তার স্ত্রী রোমেজা বেগম এবং তাদের মেয়ে মোসাম্মাত শারমিন আক্তার।
আবু সায়েদ মিয়া অভিযোগ করে বলেন, ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা ফোনে স্থানীয় কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফজলুর রহমানকে খবর দেই। কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে কোনো ফোর্স পাঠাননি। এরপর ধামরাই থানায় জানাই। ডাকাতরা চলে যাওয়ার পর রাত সাড়ে ৩টা/৪টার দিকে পুলিশ আসে। অন্যদিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, তারাও খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেয়ায় ধামরাই থানার ফোর্স ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফজলুর রহমান বলেন, অভিযোগটি সত্য নয়। আমাদের জানানোর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি।
এদিকে ডাকাতি ও ভাতিজার নিহতের খবর শুনে ভোর সাড়ে ৫টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান কলেজছাত্র রঞ্জনের ফুপু রাবেয়া বেগম। তার বাড়ি পাশের কাওয়ালীপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করেন। দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
