Logo
Logo
×

শেষ পাতা

হোটেলে আটকে রেখে ছয় বন্ধু মিলে ধর্ষণ

শ্রীপুরে ঘরে ঢুকে পোশাক শ্রমিককে, আশুলিয়ায় চাকরি দেয়ার প্রলোভনে তরুণী, কুমিল্লায় ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূ, শেরপুরে বাসে তুলে দেয়ার কথা বলে তরুণী ও চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হোটেলে আটকে রেখে ছয় বন্ধু মিলে ধর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক নারীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ করেছে ছয় বন্ধু। গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে। ঢাকার আশুলিয়ায় চাকরি দেয়ার প্রলোভনে তরুণী, কুমিল্লায় ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূ, শেরপুরে বাসে তুলে দেয়ার কথা বলে তরুণী ও চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় বড় বোনকে কুপিয়েছে কিশোর গ্যাং। বরিশালের মেহেন্দিগঞ্জে গৃহবধূ ও মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ধর্ষণের শিকার তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া রাজধানীর পল্লবীতে শিশু গণধর্ষণ মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম ও সীতাকুণ্ড : সীতাকুণ্ডে এক নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে ছয় বন্ধু। শনিবার বিকাল থেকে রোববার গভীর রাত পর্যন্ত জলসা আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ সাতজনকে গ্রেফতার করেছে।

সোমবার সকালে ওই নারী কৌশলে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে সীতাকুণ্ড থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ তাৎক্ষণিক হোটেল জলসা ও পৌর সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

সোমবার থানায় মামলা করার সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গ্রেফতাররা হল- সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রামের নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন, গুলিয়াখালী খালিদ মেম্বার বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত, দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম, একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি, জসিম উদ্দিনের ছেলে বারেক, আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন ও জলসা হোটেলের ম্যানেজার দক্ষিণ ইদিলপুরের আবুল কালামের ছেলে নুর উদ্দিন। 

সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, ধর্ষণের শিকার মীরসরাই উপজেলার ওই নারী স্বামী পরিত্যক্ত। এক মাস আগে সীতাকুণ্ডের যুবক নয়নের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে তার পরিচয় হয়।

সেই সূত্র ধরে তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠতা হয়। পরে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীকে সীতাকুণ্ডে নিয়ে এসে হোটেল জলসা নামক একটি আবাসিক হোটেলে গণধর্ষণ করে।

এছাড়া চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রিয়াজ নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

রিয়াজ ডবলমুরিং থানার মোগলটুলির কাটা বটগাছ এলাকার মো. হানিফের ছেলে। তার বিরুদ্ধে ডবলমুরিং এলাকায় ছাত্রলীগের নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগও আছে।

সদরঘাট থানার ওসি (তদন্ত) আহমদ উল্লাহ ভূঁইয়া যুগান্তরকে বলেন, ১৬ সেপ্টেম্বর ওই ছাত্রীকে রিয়াজ ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

ঢাকা : পল্লবীর কালশী এলাকায় এক শিশুকে গণধর্ষণের মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া আসামিদের রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হল- মো. জুয়েল, আবদুর রহমান মিন্টু, হৃদয় ও আল আমিন। দু’দিন আগে নোয়াখালী থেকে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় বাবার কাছে আসে শিশুটি।

শনিবার রাতে বাবার সঙ্গে রাগ করে শিশুটি বাসার বাইরে যায়। বাসায় ফেরার সময় পথভুলে কালশী কবরস্থান এলাকায় গেলে আসামিরা শিশুটিকে ওই এলাকার একটি মেসে নিয়ে যায়।

সেখানে নিয়ে আসামিরা শিশুটিকে ধর্ষণ করে। রোববার ভোরে শিশুটি পল্লবী থানায় এ বিষয়ে অভিযোগ দেয়। পরে পুলিশ মামলা নিয়ে আসামিদের গ্রেফতার করে।

নোয়াখালী : সেনবাগের ডুমুরিয়া ইউনিয়নে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সোমবার অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবু তৌহিদ তুহিন উপজেলার ৩নং ডমুরিয়া ইউনিয়নের মইশাই গ্রামের আবু স্বপন ভাণ্ডারির ছেলে।

টঙ্গীবাড়ী ও শ্রীনগর (মুন্সীগঞ্জ) : টঙ্গীবাড়ীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে একজনকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার শিশুর মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির চিকিৎসা নিতে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বিষয়টি জানতে পারেন।

পরে উপজেলা পরিষদে চার বছরের শিশুসহ উভয় পক্ষকে ডাকেন। শিশুর বক্তব্যসহ উভয়পক্ষের বক্তব্য শুনে টঙ্গীবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সিয়াম পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের আবু সাঈদ মৃধার ছেলে।

এছাড়া এক নারীর ধর্ষণ মামলায় সোহান চোকদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার আবদুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের বশির আহম্মেদের ছেলে।

ধর্ষণের শিকার ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে রোববার মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শ্রীনগরে দুই শিশুসহ চারটি ধর্ষণ মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর মধ্যে একটি মামলা তিন মাস আগে ও তিনটি মামলা দেড় মাসের মধ্যে রেকর্ড হয়েছে। 

শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়ায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আশরাফুল আলমকে শ্রীপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।

সে ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী এলাকার তকুমুদ্দিনের ছেলে। অপর অভিযুক্ত জাহাঙ্গীর আলম দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের আবদুল খালেকের ছেলে। অভিযুক্তরা শ্রীপুরের চকপাড়ার আবদুস ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।

রোববার রাতে ওই শ্রমিকের বাসার গ্রিল টপকিয়ে ঘরে ঢুকে ধর্ষণের এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, আশরাফুল আলমকে গ্রেফতার করা হয়েছে।

মামলা করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় চাকরি দেয়ার প্রলোভন এক তরুণীক ধর্ষণর অভিযাগ ভাই-বোনকে গ্রেফতার করে আদালত পাঠিয়েছে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (অপারেশন) আবদুর রশিদ।

এর আগে রোববার রাত ভুক্তভাগী থানায় অভিযাগ করলে অভিযান চালিয়ে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হল গাইবান্ধা সদর উপজেলার আবদুল আজিজের ছেলে মামুন ও তার বোন আঞ্জু বেগম। ৮ অক্টোবর ওই ধর্ষণের ঘটনা ঘটে। 

বরিশাল ও হিজলা : মেহেন্দিগঞ্জ উপজেলায় গণধর্ষণের শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানা নির্ধারণের ঘটনায় লজ্জায় আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্বজনরা।

সোমবার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে। রোববার রাতে আন্ধারমানিক এলাকায় বাবু, রাজীব ও তাদের আরেক বন্ধু নাজমুল গৃহবধূকে ধর্ষণ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য পরম ভূইয়া সোমবার সকালে সালিশ বসিয়ে ধর্ষকদের ২০ হাজার টাকা জরিমানা করে গৃহবধূকে পরিবারের জিম্মায় দেন। পরে লজ্জায় বাসায় গিয়ে ওই গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। 

শেরপুর : শেরপুরে এক তরুণীকে ঢাকার বাসে তুলে দেয়ার কথা বলে ধর্ষণ করে তা ভিডিও ধারণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার শেরপুর শহরের রাজবল্লভপুরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে শেরপুর সদর থানায় ধর্ষণ ও পর্নর্োগ্রাফি আইনে পৃথক দুটি মামলা করা হলে পুলিশ সোমবার অভিযুক্ত মুন্না খানকে গ্রেফতার করে।

সে শেরপুর সদর উপজেলার সাপমারী গ্রামের আবদুছ ছামাদ খানের ছেলে। মুন্না খানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মামলা তদন্ত কর্মকর্তা সোমবার তাকে আদালতে সোপর্দ করে। 

কুমিল্লা : কুমিল্লায় আজহারুল ইসলাম বাবুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বাবুল চান্দিনা উপজেলার দোতলা মুন্সি বাড়ির শাহ আলমের ছেলে ও নগরীর মধ্যম আশ্রাফপুরে ভাড়া থাকেন।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে বাবুলের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১ অক্টোবর মামলা করেন। ইতোমধ্যে আদালতের নির্দেশে মামলাটি কুমিল্লা সদর দক্ষিণ থানায় এফআইআর হয়েছে।

তবে এখনও অভিযুক্ত বাবুল গ্রেফতার হয়নি। পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নগরীর মধ্যম আশ্রাফপুরে ভাড়া থাকেন। তার স্বামী লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চাকরি করেন।

বাবুল তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। ২৬ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় তিনি ওষুধ এনে দিতে বাবুলের সহায়তা চান।

এতে বাবুল কৌশলে বুকে ব্যথার ওষুধ খাওয়ানোর নাম করে ওই গৃহবধূকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে অবচেতন করে ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনা টের পেয়ে তার হাত থেকে বাঁচার জন্য ধস্তাধস্তি করলে ভিকটিমের দুই মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। এতে বাবুল তাদেরকেও বেধড়ক পেটায়।

এ সময় বাবুল ওই গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক বিবস্ত্র অবস্থায় মোবাইলে ছবি তোলে ও ভিডিও ধারণ করে। আর এ ঘটনা তার স্বামী বা অন্য কাউকে জানালে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়। 

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : ফতুল্লায় ছোট বোনকে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় গার্মেন্টকর্মী বড় বোনকে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

রোববার রাতে ফতুল্লার শিহাচর শাহজাহান রোলিং মিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থানায় জিডি করায় সোমবার রাতেও কয়েক দফা হামলা চালায় তারা। আহত ওই গার্মেন্টকর্মীকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত গার্মেন্টকর্মী জানান, রোববার রাত সাড়ে ৯টায় জীবন ও লাদেনসহ ১০-১৫ জন কিশোর আমাদের বাসায় এসে এ ঘটনা ঘটায়।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, অভিযোগ পেয়ে পুলিশের দুটি টিম পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে।

কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত মজনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দুয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার রাতে তাকে উপজেলার সীমান্তবর্তী গন্ডা এলাকা থেকে গ্রেফতার করে সোমবার নেত্রকোনা আদালতে সোপর্দ করে। 

জয়পুরহাট : রোববার জয়পুরহাট শহরের সবুজ নগরে গোপনে এক গৃহবধূর গোসলের ভিডিও মোবাইলে ধারণ করে ছড়ানোর ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়ার অভিযোগে যুবক সোহেল রানাবে গ্রেফতার করেছে পুলিশ। সোহেল পৌর এলাকার পাঁচুরচক সোনারপাড়ার আবেদ আলীর ছেলে।

রায়পুর (লক্ষ্মীপুর) : রায়পুরে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী এক নবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ঘটক মো. বোরহানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে গৃহবধূ বাদী হয়ে বোরহানকে আসামি করে থানায় মামলা করেন।

বৃহস্পতিবার ধর্ষণের চেষ্টার ঘটনায় শুক্রবার রাতে এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যের ভাই যুবলীগ নেতা রিয়াজসহ ৫০-৬০ জনের উপস্থিতিতে সালিশ হয়। এতে ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা দিয়ে মারধরের বিচার করা হয়।

এ সময় বৈঠকে ওই নববধূর স্বামীকে পাঁচ হাজার টাকা দিয়ে মীমাংসা করা হয়। এ ঘটনা নিয়ে পুলিশকে জানানো বা বাড়াবাড়ি হবে না বলে বোরহানের কাছ থেকে দু’দফায় ৮২ হাজার টাকা আদায় করেন স্থানীয় দালালচক্র।

পরে রোববার রাতে নববধূর অভিভাবক পুলিশকে জানালে অভিযান চালিয়ে শহরের টিঅ্যান্ডটি সড়কের একটি চা দোকান থেকে বোরহানকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বোরহান বলেন, আমি নির্দোষ।

এলাকার এক সাংবাদিকসহ দালালরা আমার কাছ থেকে দুই দফায় ৭৫ হাজার ও অন্য সাংবাদিকদের নামে আট হাজার টাকা নিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেয়। 

ভূঞাপুর (টাঙ্গাইল) : চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং শিক্ষক ভূঞাপুর পৌর এলাকার পলিশা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাসুদ রানাকে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা করেন। 

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে বাড়িওয়ালাপাড়ার যীতেন্দ্র দেবনাথের ছেলে মিথুন দেবনাথকে ধর্ষণের অভিযোগে সোমবার গ্রেফতার করেছে পুলিশ। এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. রাকিবুল হাসান শান্তর নামে মামলা হয়েছে।

এ ছাড়া মইলাকান্দা ইউনিয়নে চর মইলাকান্দায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চরমইলাকান্দা গ্রামের হেকিম মিয়ার ছেলে নিজাম উদ্দিনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। 

রংপুর : পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহিদার রহমানকে সোমবার জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রোববার নগরীর নীলকণ্ঠ এলাকায় শিশুটিকে মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে ধর্ষণের চেষ্টা চালায় ওই ব্যক্তি।

এলাকাবাসী ঘটনার সময় তাকে ধরে বিবস্ত্র করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সাহিদার ওই এলাকার নছর মুন্সির ছেলে।
 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম