বাকেরগঞ্জে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অভিযোগ
স্কুলছাত্রীসহ ১১ নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল
খুলনায় ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ চিকিৎসকের * কালিয়াকৈরে বিয়েতে রাজি না হওয়ায় তুলে নিয়ে ধর্ষণ * গাজীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ২
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাকেরগঞ্জে নানান প্রলোভন দেখিয়ে চার বছরে স্কুলছাত্রীসহ ১১ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। ধর্ষণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এক ছাত্রীর মা বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন। খুলনায় ঘুমের ওষুধ খাইয়ে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হোমিও চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক পলাতক। গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। একই জেলার কাশিমপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো, যুগান্তর রিপোর্ট ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বাকেরগঞ্জ (বরিশাল) : উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত আ. খালেক সিকদারের ছেলে নওরোজ হীরা সিকদার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। স্থানীয়রা জানান, হীরা কাকর্তা একেএম ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়েরও নির্বাচিত সদস্য। দীর্ঘদিন ধরে স্কুলছাত্রীসহ এলাকার অনেক নারীকে নানা সুযোগ-সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছিল সে। চার বছরে প্রায় ১১ নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ তাদের। ১৭ অক্টোবর নওরোজ হীরার মুঠোফোনের মেমোরি কার্ডটি চুরি হয়ে যায়। এরপর ১৯ অক্টোবর থেকে তার ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভিডিও ও স্থিরচিত্রগুলো তার মোবাইলেই ধারণ করা। এসব ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ভুক্তভোগী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে সে। এ বিষয়ে জানতে অভিযুক্ত নওরোজ হীরার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ভিডিও ভাইরাল হলে এক স্কুলছাত্রীর মা মামলা করেছেন। ২২ ধারায় স্কুলছাত্রীর জবানবন্দি শেষে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নওরোজ হীরাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
খুলনা : মামলার বিবরণে বলা হয়েছে, উপজেলার গঙ্গারামপুর এলাকার মৃত বিনোদ শীলের ছেলে হোমিও চিকিৎসক সঞ্জয় শীলের কাছে মাঝেমধ্যে ওই ছাত্রী ও তার মা চিকিৎসা নিতে যেত। চিকিৎসকও মাঝেমধ্যে চিকিৎসা দিতে ওই ছাত্রীর বাড়িতে আসত। শনিবার বিকালে বটিয়াঘাটা উপজেলার সুখদাড়া এলাকায় ওই ছাত্রীর বাড়িতে যায় সে। এ সময় তার মা ছিলেন না। এ সুযোগে চিকিৎসক তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। একপর্যায়ে ছাত্রী অচেতন হয়ে পড়লে চিকিৎসক তাকে ধর্ষণ করে। পরে ছাত্রীর জ্ঞান ফিরলে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে চিকিৎসক দৌড়ে পালিয়ে যায়। বটিয়াঘাটা থানার ওসি রবিউল ইসলাম বলেন, অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় শীল পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় বখাটে আতিক। এতে রাজি না হওয়ায় ২ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় আতিক, আসিফ ও আজাহার তার মুখ চেপে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে আতিক। এ ঘটনায় সোমবার সকালে মেয়ের মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ আতিককে গ্রেফতার করে। আতিকুল উপজেলার ফুলবাড়িয়া এলাকার আজাহার আলীর ছেলে। ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, আতিককে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর : কাশিমপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার পর লাশ বালিচাপা দেয়ার ঘটনার প্রায় তিন মাস পর দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকালে গাজীপুর পিবিআইয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান। তারা হল- যশোরের ঝিকরগাছা থানার কুন্দিপুর এলাকার মো. আবদুল করিমের ছেলে রাসেল ওরফে রাহুল (১৪) ও গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার বাগবাড়ি এলাকার নসিব সিকদারের ছেলে সবুজ মিয়া (১৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়া বাশাটি গ্রামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি ধর্ষক মজিবুরকে আসামি করে রোববার রাতে থানায় মামলা করেছেন। ধর্ষক পাশের বাড়ির আবদুল মন্নাচের ছেলে। মজিবুরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া।
চট্টগ্রাম ও বাঁশখালী : বাঁশখালীর চাঞ্চল্যকর ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে র্যাব। সোমাবার ভোরে কুমিল্লার দেবিদ্বার এলাকা থেকে র্যাব-৭ এর একটি টিম তাকে গ্রেফতার করে। মোজাম্মেল বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদের ছেলে।
বগুড়া : মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি আমিনুর ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়েছে। সে বগুড়া সদরের কাহলা গ্রামের আলতাব হোসেনের ছেলে। পরে আমিনুর বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হুসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সোমবার কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি ইয়াকুব ওরফে পলাশকে (২১) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। পলাশ উপজেলার চর তেঁতুলিয়া গ্রামের আলহাজ সরকারের ছেলে।
শ্রীপুর (গাজীপুর) : শুক্রবার বিকালে গাজীপুরের শ্রীপুরের পটকা গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। রোববার রাতে বিষয়টি শ্রীপুর থানায় জানালে রাতেই অভিযুক্ত কিশোর লুৎফরকে গ্রেফতার করে পুলিশ। সে একই এলাকার খায়রুল ইসলামের ছেলে। এদিকে লুৎফরকে গ্রেফতারের পর তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে ভিকটিম ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
সাভার (ঢাকা) : আশুলিয়ায় বিমান পোলট্রি কমপ্লেক্সের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে তার প্রতিষ্ঠানে কর্মরত চতুর্থ শ্রেণির এক কর্মচারীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। সোমবার সকালে আশুলিয়ার শ্রীপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান বিমান পোলট্রি কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ওই কর্মকর্তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ওই নারীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে এমন অভিযোগ করছেন।
নোয়াখালী : নোয়াখালী সদরের সুধারাম থানার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পশ্চিম চরমটুয়ায় গ্রামে গৃহবধূকে ঘরে ঢুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ। সে একই এলাকার সোনামিয়া পাটোয়ারী বাড়ির আবদুর রবের ছেলে। এর আগে ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে সুধারাম থানায় মামলা করেন।
