Logo
Logo
×

শেষ পাতা

নানা অনিয়মে বন্ধ ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নানা অনিয়মে বন্ধ ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল

লাইসেন্স না থাকা, অনুমোদনহীন ডায়গনস্টিক পরিচালনা, অস্বাস্থ্যকর প্যাথলজি এবং বর্জব্যবস্থাপনা ত্রুটিসহ নানা অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর গুলশানের ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল। গত ২৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া হাসপাতাল বন্ধের নির্দেশনা প্রদান করেন।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন দল গত ২১ ডিসেম্বর ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন। এখন তারা যেসব অনিয়ম দেখতে পান সেগুলোর মধ্যে রয়েছে- হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। ২০১২ সালের পর প্রতিষ্ঠানটি তাদের লাইসেন্স নবায়ন করেনি।

অধিদফতরের বেসরকারি নিবন্ধসংক্রান্ত ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিধিবহির্ভূত অসম্পূর্ণ আবেদন করা হয়েছে। হাসপাতালে দায়িত্বরত কোনো চিকিৎসক বা নার্স পরিদর্শনকালে পাওয়া যায়নি। হাসপাতালের বর্জ ব্যবস্থাপনা সন্তোষজনক নয়। এমনকি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সেবাসমূহের কোনো মূল্যতালিকা প্রদর্শন করা নেই।

এদিকে হাসপাতালটির একটি ডায়গনস্টিক সেন্টার রয়েছে। সেটিরও কোনো লাইসেন্স নেই। এমনকি তারা ডায়গনস্টিক পরিচালনা করলেও নিবন্ধনের জন্য কোনো আবেদন কখনো করেনি। প্যাথলজি কক্ষ বেশ অস্বাস্থ্যকর। এমনকি বর্জ ব্যবস্থাপনাও সন্তোষজনক নয়।

সামগ্রীক বিষয় বিবেচনায় নিয়ে অধিদফতর দি মেডিকেল প্রাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ অনুযায়ী ‘ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল’-এর অনিয়মগুলো সংশোধন না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

চক্ষু হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম