আল আকসা মসজিদে ফের ইসরাইলি তাণ্ডব
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আল আকসা মসজিদ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জেরুজালেমের আল আকসা মসজিদে ফের তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। ভিডিওতে দেখা যায়, ইসরাইলি বাহিনী মুসল্লিদের জোরপূর্বক মসজিদ থেকে বের করে দিচ্ছে। বুধবার রাতের এ ঘটনার আগে এদিন ভোরেও আল আকসা প্রাঙ্গণে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরাইলি পুলিশ। তখন পুলিশের পিটুনি ও রাবার বুলেটে ১২ ফিলিস্তিনি আহত হয়েছিলেন। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি এ সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে উভয়পক্ষের প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। খবর এএফপি, রয়টার্স ও আলজাজিরা।
এদিকে রমজানে আবারও আল আকসায় ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়। এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরাইলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি। বুধবার রাতে ইসরাইলি পুলিশ আল আকসা মসজিদে প্রবেশ করে মুসল্লিদের বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ব্যবহার করে বলে জর্ডানের নিয়োগ করা ইসলামি ওয়াকফের কর্মীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের হামলার প্রতিক্রিয়ায় মুসল্লিরা পাথর নিক্ষেপ করেন। এ সময় দুপক্ষের সংঘর্ষে ৬ ফিলিস্তিনি আহত হন। এক বিবৃতিতে ইসরাইলি পুলিশ জানিয়েছে, বহু তরুণ মসজিদটির ভেতরে পাথর ও পটকা নিয়ে অবস্থান নেয়। আর ওয়াকফ জানিয়েছে, নামাজ শেষ হওয়ার আগেই পুলিশ মসজিদের ভেতরে প্রবেশ করে এবং মুসল্লিদের ওপর হামলা করে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, আল আকসা মসজিদে ইসরাইলের অভিযান, মুসল্লিদের ওপর তাদের হামলা, রমজান মাসে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রাখার যুক্তরাষ্ট্রের উদ্যোগের মুখে চপেটাঘাত।
একইদিন ভোরে পুলিশ তাদের কথিত মসজিদের ভেতরে অবস্থান নেওয়া মুখোশপরা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টায় সেখানে অভিযান চালিয়েছিল। পুলিশের দাবি, আলোচনার মাধ্যমে ওই আন্দোলনকারীদের সরিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর অভিযান চালিয়েছে তারা। এ সময় পুলিশের পিটুনি ও রাবার বুলেটে ১২ ফিলিস্তিনি আহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট। অপরদিকে ইসরাইলি পুলিশ জানিয়েছে, তাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় সাড়ে ৩শ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় পুলিশ।
জানা যায়, মুসলিমদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের নিস্তার পর্বের প্রাক্কালে এই সংঘর্ষ গাজা ও ইসরায়েলের মধ্যে পালটাপালটি রকেট ও বিমান হামলা এবং গোলাবর্ষণের কারণ হয়। আল আকসায় প্রথম সহিংসতার পর গাজার ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলে নয়টি রকেট ছোড়ে। এর জবাবে গাজায় বিমান হামলা চালায় ইসরাইল। গাজা নিয়ন্ত্রণকারী ইসলামপন্থি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরাইলের।
আল আকসা মসজিদে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে এই রুদ্ধদ্বার বৈঠক হয়। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের কোনো ফলাফল জানা যায়নি।
দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ : আল-আকসা মসজিদে হামলার ঘটনায় দখলকৃত পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। নাবলুসে ইসরাইলি বাহিনীর বিষাক্ত গ্যাস হামলায় ১২ জন আহত হয়েছেন। তাছাড়া উত্তরাঞ্চলীয় শহর হেব্রনের কাছে বেইট উমমার শহরেও হামলা চালানো হয়েছে। সেখানেও বহু ফিলিস্তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে জেনিন ও বেথলেহেম শহরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি বাহিনীর সংঘর্ষ হয়েছে।
