Logo
Logo
×

শেষ পাতা

সড়কে প্রাণ গেল চার শিক্ষার্থীসহ ৮ জনের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়কে প্রাণ গেল চার শিক্ষার্থীসহ ৮ জনের

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, পটুয়াখালীর দশমিনা, বরিশালের গৌরনদী ও মানিকগঞ্জে চার শিক্ষার্থী, সাতক্ষীরার কলারোয়ায় নারী, গাজীপুরের কালিয়াকৈরে যুবক ও এক শিশু এবং সিলেটে মোটরসাইকেল আরোহী রয়েছেন। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা : আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামে ট্রাকপায় নিহত স্কুলছাত্র আয়ান ওই গ্রামের ওবাইদুর রহমান ওল্টুর ছেলে ও রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে চালক ও হেলপারকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

দশমিনা ও দক্ষিণ (পট্য়ুাখালী) : দশমিনায় ইজিবাইকের চাপায় নিহত মো. রিয়ান উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুরা গ্রামের মো. জহিরুল মৃধার ছেলে ও আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার রাতে উপজেলার দশমিনা-আলীপুরা সড়কের নিজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মন্দিরা মল্লিক নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডের কাছে গয়নাঘাটা ব্রিজ এলাকায় শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মন্দিরা মুলাদী উপজেলার রামচর গ্রামের বাসিন্দা ও গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার ভাড়াটিয়া দর্জি খোকন মল্লিকের মেয়ে এবং গৌরনদী সেন্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে ট্রাক চাপায় নিহত রবিউল ইসলাম পৌরসভার পূর্বদাশড়া নাগবাড়ি এলাকায় মো. লাভলু মোল্লার ছেলে ও পোড়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। রোববার বিকালে পূর্বদাশড়া নাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সাতক্ষীরা : মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না মায়ের। ফিরেছেন, তবে লাশ হয়ে। সড়ক দুর্ঘটনায় মা রাশিদা খাতুন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন বাবা হাবিবুর রহমান। সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুরে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদার বাড়ি সাতক্ষীরার তালতলা গ্রামে।

কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের কুতুবদিয়া সৌরভ গার্ডেনের সামনে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দোলোয়ার হোসেন নামের কুয়েত প্রবাসী যুবক শনিবার রাতে মারা গেছেন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার কালিয়াকৈর উপজেলার বিলবাড়ীয়া এলাকার সামসুল হকের ছেলে।

এ ছাড়া কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় শনিবার রাতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত সাবিদ সিকদার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার ওয়াসিম সিকদারের ছেলে।

সিলেট : দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে।

সড়ক শিক্ষার্থী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম