Logo
Logo
×

শেষ পাতা

কালো কোট-গাউন ছেড়ে সাদা পোশাকে আইনজীবীরা

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কালো কোট-গাউন ছেড়ে সাদা পোশাকে আইনজীবীরা

সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীদের পোশাকের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার কালো কোট ও গাউন ছেড়ে সাদা পোশাক পরে আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতের কার্যক্রমে অংশ নিয়েছেন। সাদা পোশাকে স্বস্তির কথা জানিয়েছেন তারা।

সকালে সরেজমিন ঢাকার নিম্ন আদালতে দেখা যায়-সাদা শার্ট পরে পুরুষ আইনজীবীরা উপস্থিত হন। নারী আইনজীবীরা সাদা সালোয়ার-কামিজ পরে আসেন। এছাড়া পুরুষ বিচারকরা সাদা শার্ট এবং নারী বিচারকরা সাদা সালোয়ার-কামিজ পরে বিচার কাজ চালান।

সুপ্রিমকোর্টের আইনজীবী ও ঢাকা ইউনিভার্সিটি এলএলবি (অনার্স), এলএলএম লইয়ার্স ইউনিটির (ডুলু) সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস জানান, নির্দেশনা অনুযায়ী কালো কোট ছাড়াই আদালতের কার্যক্রমে অংশ নিয়েছি। কিছুটা হলেও স্বস্তি বোধ করেছি। প্রধান বিচারপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আইনজীবী মুনজুর আলম মনজু বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরমে কালো কোট পরে আদালতের কার্যক্রম চালানো বেশ কষ্টের। স্বাস্থ্যের জন্যও হানিকর। বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার শুনানি শেষে নিজ চেম্বারে যাওয়ার সময় জ্ঞান হারিয়ে ফেলেন আইনজীবী শফিউল আলম। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিভিন্ন সময় আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেন সুপ্রিমকোর্টের কয়েকজন আইনজীবী। আবেদনে বলা হয়-অতিরিক্ত গরমে নিয়ম অনুযায়ী কালো কোট, গাউন, কলার, ব্যান্ড বা টাই পরার কারণে প্রতিবছর বহুসংখ্যক আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। এছাড়া কোট-গাউন পরে অনেক বয়স্ক আইনজীবী আদালতে যেতে পারেন না। ১৮ এপ্রিল আইনজীবী ও বিচারকদের জন্য গ্রীষ্ম ও শীতকালীন ভিন্ন ড্রেস কোড নির্ধারণের জন্য প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়।

শনিবার সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বৈঠক শেষে পোশাকের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়-দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং আইনজীবীরা ক্ষেত্রবিশেষ সাদা ফুল শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করবেন। কালো কোট এবং গাউন পরার আবশ্যকতা নেই। এ নির্দেশনা ১৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে উচ্চ আদালত বা সর্বোচ্চ আদালতের আইনজীবী ও বিচারকদের ড্রেস কোড অপরিবর্তিত থাকবে।

কালো কোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম