Logo
Logo
×

শেষ পাতা

শেখ কামালের জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেখ কামালের জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত

রাজধানী ঢাকাসহ সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। আবাহনী লিমিটেড ও আবাহনী সমর্থক গোষ্ঠীসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি সংস্থাকে পুরস্কার তুলে দেন। এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সহসভাপতি দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ বক্তব্য দেন।

সকালে কলাবাগান ক্রীড়া চক্র মাঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য দেন। সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুকের নেতৃত্বে পরিষদের কেন্দ্রীয় নেতারা আবাহনী মাঠে শহিদ শেখ কামাল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতি বেনজির আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির ক্লাব প্রাঙ্গণে আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা। কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী কুরআন তেলাওয়াতও। বিকাল ৫টায় ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও স্মরণসভা এবং বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানায় আবাহনী ‘সমর্থক গোষ্ঠী’। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

দিবসটি উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেলভবনে স্থাপিত শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের নেতৃত্বে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ শিশু একাডেমিতে শেখ কামালের জন্মদিন উদযাপন, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান করা হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব নাজমা মোবারেক। এতে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন বক্তৃতা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম