Logo
Logo
×

শেষ পাতা

নির্বাচন কমিশনে সমন্বয়হীনতা নেই: ইসি আহসান হাবিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনে সমন্বয়হীনতা নেই: ইসি আহসান হাবিব

জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে দাবি করে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, কমিশনে তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যম সম্পাদকদের সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে যে চিঠি দিয়েছেন, সেখানে বলা হয়েছে-অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য প্রত্যাশিত পরিবেশ এখনো হয়ে ওঠেনি। আরেক ইসি মো. আনিছুর রহমান বলেছেন, ভোটের অনুকূল পরিবেশ নিয়ে সিইসি অন্য কমিশনারদের সঙ্গে আলোচনা করেননি। গণমাধ্যম সম্পাদকদের যে ধারণাপত্র পাঠানো হয়েছে সে বিষয়ে তারা জানেন না।

দুজনের এই বক্তব্য কি সমন্বয়ের অভাবের কারণে? এমন প্রশ্নে ইসি আহসান হাবিব বলেন, সম্মানিত নির্বাচন কমিশনার উনার কথা বলেছেন। আমার কথা হচ্ছে সমন্বয়হীনতা নেই। অবশ্যই সমন্বয় আছে। ভোটের পরিবেশ আছে কী-জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আছে। ভোটের পরিবেশ থাকবে না কেন, তা বুঝতে পারছি না। এই কমিশনারের ভাষায়, সিইসি বলেছেন, প্রত্যাশিত পরিবেশ অনুকূলে নেই। তিনি বলেন, আমি আমারটা বলছি, প্রত্যাশিত পরিবেশের কথা বলা হয়েছে। এ রকম প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু বলা হতো। ধারণাপত্রে কোনো অসত্য কথা বলা নেই।

আরেক প্রশ্নের জবাবে আহসান হাবিব বলেন, অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল, সেটা এখনো হয়ে ওঠেনি বলা হচ্ছে (ধারণাপত্রে)। সব সময় কি একই রকম পরিবেশ থাকে? আপনি দেখবেন অতীতে যে ভোটগুলো হয়েছে, আপনি কি দেখেছেন শতভাগ পারফেকশন; পরিবেশ কি সব সময় ছিল? আপনারা কিন্তু একজন কমিশনারকে আরেকজন কমিশনারের মুখোমুখি করছেন।

তারটা উনি বলেছেন, অবশ্যই যুক্তিসঙ্গতভাবে বলেছেন। আমি মনে করি, প্রত্যাশিত যে পরিবেশ, তা এখনো সৃষ্টি হয়নি। এটা কিন্তু এখন নয়, প্রত্যেক নির্বাচনের সামনে এমন ঘটনা ঘটে, কেউ বলার সৎ সাহস রাখেনি। সবার এমন সাহস থাকে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম