Logo
Logo
×

শেষ পাতা

বই মেলা ২০২৪

বইমেলার সময় বাড়ল ২ দিন

Icon

হক ফারুক আহমেদ

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বইমেলার সময় বাড়ল ২ দিন

বইমেলার ২৭তম দিনের শেষ দিকে এলো নতুন ঘোষণা-অমর একুশে বইমেলা-২০২৪ এর সময় আরও ২ দিন বাড়ানো হয়েছে। ১ ও ২ মার্চ শুক্রবার-শনিবার মেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা ২ দিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা রাত ৯টায় বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও বইমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে ১৮ ফেব্রুয়ারি বইমেলার সময় আরও ২ দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। চিঠিতে তারা বলেন, অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম ৩ দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই ১ ও ২ মার্চ শুক্রবার ও শনিবার হওয়ায় দুদিন বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ করছি।

এদিকে মেলায় চলছে শেষ মুহূর্তের বই কেনা। মঙ্গলবার সাধারণ দিনেও হাতে হাতে ছিল বই। শেষ সময়ে বিভিন্ন প্রকাশনা থেকে নতুন বই প্রকাশ হয়েছে। বুধবারসহ শেষ দিন ২ মার্চ পর্যন্ত মেলায় থাকবে পাঠকের জোয়ার।

অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম যুগান্তরকে বলেন, অনেক অসঙ্গতি আর অনেক না পাওয়ার মধ্যেও পাঠকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ছিল এবারের মেলার প্রাণ। তবে আগামী মেলা থেকে পুরোপুরি নিয়ম মেনে স্টল বরাদ্দ দেওয়া উচিত। মেলায় অংশগ্রহণের নীতিমালা যারা পূরণ করতে পারে না, তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারেন।

অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, বইমেলা অন্যবারের তুলনায় ভালো হয়েছে। কিন্তু অনেক প্রকাশনীর স্টল ভালো স্থান না পাওয়ায় খুব ভালো ব্যবসা করতে পারেনি। তবে মেলায় পাঠকের অংশগ্রহণ সত্যিই বর্ণনা করার মতো।

হুমায়ুন আজাদকে স্মরণ : বহুমাত্রিক লেখক হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলার বার্ষিকীতে মঙ্গলবার বিকাল ৫টায় হুমায়ুন আজাদ দিবস পালন উপলক্ষ্যে লেখক-পাঠক ফোরামের উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার তথ্যকেন্দ্রের সামনে স্মরণসভার আয়োজন করা হয়। আগামীর প্রকাশক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তৃব্য দেন কবি মোহন রায়হান, আসলাম সানী, প্রকাশক মাজহারুল ইসলাম প্রমুখ। এ সময় প্রকাশক ওসমান গণি বইমেলায় পাইরেটেড বই বিক্রির বিরুদ্ধে বাংলা একাডেমিকে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানান।

বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : সেলিম আল দীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন লুৎফর রহমান। আলোচনা করেন রশীদ হারুন ও জাহিদ রিপন। সভাপতিত্ব করেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ।

বইমেলায় প্রকাশ হয়েছে কবি, চিত্রশিল্পী ও গবেষক দ্রাবিড় সৈকতের প্রবন্ধগ্রন্থ ‘বাঙলার চিত্রকলা : ইতিহাসের বিভ্রান্তি এবং মনন-মনীষায় ইউরোপমুখিতার মর্মভেদ’। তিনি চিত্রশিল্প ও দর্শন নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন দেশি-বিদেশি গবেষণাপত্রে বেশকিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমান গ্রন্থটি ওই ধারাবাহিকতার অংশ। চিত্রকলা বিষয়ক প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করেছে ‘পাঠক সমাবেশ’। এছাড়া এদিন বইমেলায় নতুন বই এসেছে ৯৫টি। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে বাংলা একাডেমি এনেছে মাসুদ রহমানের গবেষণাগন্থ ‘বঙ্গবন্ধুর সফরনামা’। চারুলিপি এনেছে তোফায়েল আহমেদের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব : ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ’। আগামী প্রকাশনী এনেছে মাসুুদুজ্জামানের প্রবন্ধ ‘হাড়ের ভিতরে ঘুণ : বিশ্বসাহিত্যের কতিপয় কুশীলব’। সময় প্রকাশন এনেছে মুহাম্মদ সায়েদুর রহমান তালুকদারের ‘বঙ্গবীর জেনারেল ওসমানী : একটি প্রত্যয় একটি ইতিহাস’। পুথিপ্রকাশ থেকে প্রকাশ হয়েছে মো. রোকনুজ্জামানের কবিতার বই ‘অনুভূতি’।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক মানজুর মুহাম্মদ, কবি রণক মুহম্মদ রফিক ও গবেষক অমল গাইন।

বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজনে বিকাল ৫টায় বাংলা একাডেমি লেখক পর্ষদের উদ্যোগে সাহিত্য অধিবেশন অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রওশন ঝুনু, হাসনাইন সাজ্জাদী, মাহী ফ্লোরা ও মোস্তাফিজুর রহমান। আবৃত্তি করেন পারভেজ চৌধুরী, কুমার লাভলু, নাজমুল আহসান ও মুজাহিদুল ইসলাম। এছাড়া ছিল সালাউদ্দিন বাদলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আওয়ামী শিল্পীগোষ্ঠী’, মোশাররফ হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘দৃষ্টি’, মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ভাওয়াইয়া অঙ্গন’ ও মৈত্রী সরকারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘স্বপ্নবিকাশ কলা কেন্দ্র’র পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী লিলি ইসলাম, ফাহিম হোসেন চৌধুরী, চঞ্চল খান, অণিমা রায়, কামাল আহমেদ, আশরাফ মাহমুদ, সালমা চৌধুরী, মীরা মণ্ডল, ঝুমা খন্দকার, শেলী চন্দ, ইরাবতী মণ্ডল ও সেলিনা আলম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম